মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত সাবেক লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সর্বশেষ বিপিএলেও তিনি ঝড়ো সেঞ্চুরির ইনিংস খেলেন। ওই থিসারা এবার এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন।
আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ছয় বলেই ছক্কা হাঁকান অলরাউন্ডার থিসারা। ওই ওভার থেকে মোট আসে ৩৯ রান। থিসারা ৩৬ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
তার দল শ্রীলঙ্কা লায়ন্স ৩ উইকেটে ২৩০ রানের বিশাল সংগ্রহ পায়। তিনি ওই ইনিংস সাজান ১৩টি ছক্কা ও দুটি চারের শটে। জবাবে আফগানিস্তান পাঠানস ২০৪ রানে থামে।
থিসারা পেরেরা এবারই প্রথম ছয় বলে টানা ছক্কা মারেননি। এর আগে ২০২১ সালে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে টানা ছয় ছক্কা মারেন। এটি ছিল শ্রীলঙ্কার স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ফুটবল
লা লিগা
অ্যাথলেটিকো মাদ্রিদ-রিয়াল ভায়াদোলিদ
সরাসরি, রাত ১টা
জিও সিনেমা
ক্রিকেট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
লক্ষ্ণৌ-চেন্নাই
সরাসরি, রাত ৮টা
টি স্পোর্টস টিভি ও অ্যাপ
পাকিস্তান সুপার লিগ
ইসলামাবাদ-পেশোয়ার
সরাসরি, রাত ৯টা
টি স্পোর্টস টিভি ও অ্যাপ
ঢাকা/ইয়াসিন