বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব’র পাশে না’গঞ্জের ডিসি
Published: 16th, March 2025 GMT
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব আলমের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
রবিবার (১৬ মার্চ) জেলা প্রশাসক কার্যলয়ে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ওই সহায়তা প্রদান করেন। এ সময় তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করা হয়েছে।
প্রদত্ত সহায়তা মাহাবুব আলমকে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে এবং সমাজে মানবিকতা ও দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের দোয়া, ইফতার মাহফিল
দেশ ও জনগনের অতন্ত্রী প্রহরীদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বাদ আছর নগরীর বন্দর খেয়া ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ মিলাদ ও ইফতার মাহফিল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে নিহত দেশের সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ ছাড়াও অরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হুদা, সদর উপজেলার সাবেক সভাপতি শাহজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মেল্লাহ সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দগণ।