বেশির ভাগ ব্যান্ড, কণ্ঠশিল্পী, মিউজিশিয়ানদের আগে গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ করতে দেখা যায়। এরপর মডেল কিংবা তারকাদের নিয়ে তৈরি করা মিউজিক ভিডিও প্রকাশ করেন তারা। কিন্তু এবার উল্টো পথে হাঁটতে দেখা গেল শিরোনামহীন ব্যান্ডের সদস্যদের। মিউজিক ভিডিওর পর আলাদা করে লিরিক্যাল ভিডিও প্রকাশ করে নতুন এক উদাহরণ তৈরি করল শিরোনামহীন।

গত ১৩ মার্চ নিজস্ব চ্যানেলে আবারও তারা প্রকাশ করেছে ব্যান্ডের সাড়া জাগানো গান ‘প্রিয়তমা’। এবার হাসিবুল হকের মোশন গ্রাফিক্সে মাহতাব মাহফুজ নতুন করে নির্মাণ করেছেন অ্যানিমেটেড লিরিক্যাল ভিডিও; যা এরই মধ্যে অনেকেই পছন্দ করেছেন। এর আগে ১৫ ফেব্রুয়ারি শিরোনামহীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘প্রিয়তমা’ গানটির ভিডিও প্রকাশ করা হয়েছিল। প্রকাশের পর স্বল্প সময়ের মধ্যে গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

‘প্রিয়তমা, চোখে চোখ রেখে; কথা হোক নীরবে/ কিছু কথা এভাবেই নির্বাক, একান্তে নিবিড়ে/ ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট, অজস্র বেলিফুল হাতে অভিমান/ ম্রিয়মাণ বিকেলে, পৃথিবীর মিথ্যে স্বপ্নের আড়ালে/ অযথাই কি নিভে যায় আলো, দিনের শেষে’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন ব্যান্ডের বেজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান।

সুর করার পাশাপাশি গানের ভিডিও পরিচালনা করেছেন ব্যান্ডের ড্রামার কাজী শাফিন আহমেদ। ব্যান্ডের এই দুই সদস্যের সঙ্গে সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন পিয়ানিস্ট সাইমন চৌধুরী ও লিড গিটারিস্ট সুদীপ্ত সিনহা দিপু। গানে কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক।

‘প্রিয়তমা’ গানটি স্বল্প সময়ের ব্যবধানে দুইভাবে প্রকাশ করা নিয়ে শিরোনামহীন সদস্যরা জানান, সৃষ্টিতে নিজস্ব ভাবনা তুলে ধরা আর শ্রোতাদের ভালো লাগা, মন্দ লাগাকে ঘিরেই তাদের সব আয়োজন। সে কারণেই ‘প্রিয়তমা’ গানটির লিরিক্যাল ভিডিও আলাদাভাবে প্রকাশ করা। এর বাইরে আলাদা কোনো কারণ নেই। গানটি ভালো লাগলেই তাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলেই তারা মনে করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

১৩ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে’র আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা 

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার ১৩নং পূর্ব ওয়ার্ড এর আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৬ মার্চ) বিকেলে নগরীর কালিরবাজার এলাকায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ।

‎এসময় ‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, যে দেশে কোরআনের আইন চালু নাই, সে দেশে পৃথিবীর সকল মানুষ মিলে কোরআনের আইন চালু করার কথা বলা হয়েছে। এটাকে আল্লাহ পাক ফরজ করেছেন। 

এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারছি না, এটা জাতীর জন্য দূভাগ্য। কোরআনের আইন না থাকার কারনে যে যে সমস্যা হচ্ছে তার মধ্যে অন্যতম ব্যক্তিগত ইবাদত সঠিকভাবে করা যাচ্ছে না। আল্লাহর আইনকে মেনে চলা ও আদেশ অনুসরন করাই ইবাদত।

‎‎নারায়ণগঞ্জ থানা পূর্ব ১৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও পূর্ব থানা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এর সার্বিক তত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সূরা কর্মপরিষদের সদস্য ফরিদ উদ্দিন আহম্মদ, নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, কালীর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা কামরুল হোসেন ও সাঈদ তালুকদার সহ অসংখ্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ