গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই গাছে পেরেক ব্যবহার থেকে সবাইকে সরে আসতে হবে।

আজ রোববার হবিগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। গাছ সুরক্ষায় গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ দেশের ২৮টি জেলায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি পালন করে আসছে বন বিভাগ। এ কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো.

ফরিদুর রহমান। সভায় বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গাছের প্রতি ভালোবাসা আরও বাড়াতে হবে। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান গাছের গায়ে পেরেক দিয়ে বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল প্রমুখ।

পরে জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে আটকানো বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, এনডিসি জামাল উদ্দিন, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলসহ বন বিভাগের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১৩ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে’র আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা 

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার ১৩নং পূর্ব ওয়ার্ড এর আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৬ মার্চ) বিকেলে নগরীর কালিরবাজার এলাকায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ।

‎এসময় ‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, যে দেশে কোরআনের আইন চালু নাই, সে দেশে পৃথিবীর সকল মানুষ মিলে কোরআনের আইন চালু করার কথা বলা হয়েছে। এটাকে আল্লাহ পাক ফরজ করেছেন। 

এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারছি না, এটা জাতীর জন্য দূভাগ্য। কোরআনের আইন না থাকার কারনে যে যে সমস্যা হচ্ছে তার মধ্যে অন্যতম ব্যক্তিগত ইবাদত সঠিকভাবে করা যাচ্ছে না। আল্লাহর আইনকে মেনে চলা ও আদেশ অনুসরন করাই ইবাদত।

‎‎নারায়ণগঞ্জ থানা পূর্ব ১৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও পূর্ব থানা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এর সার্বিক তত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সূরা কর্মপরিষদের সদস্য ফরিদ উদ্দিন আহম্মদ, নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, কালীর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা কামরুল হোসেন ও সাঈদ তালুকদার সহ অসংখ্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ