পরিচালক রায়হান রাফী নির্মাণ করেছেন ‘আমলনামা’ চলচ্চিত্র। এর ট্রেইলার দেখেও দর্শকদের কেউ কেউ সিনেমাটির সঙ্গে টেকনাফের কাউন্সিল একরামুলের ঘটনার মিল খুঁজেন। সিনেমাটি মুক্তির পর এই গুঞ্জন আরো জোরাল হয়।

বিষয়টি নিয়ে চর্চা চললেও তা নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফী। তার মতে— চলচ্চিত্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের কোনো সম্পর্ক নেই।

বিষয়টি ব্যাখ্যা করে রায়হান রাফী বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। দেশে যত বিচারবহির্ভূত হত্যকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি। আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি। নিশ্চিত করে বলছি, এ গল্পে একক কোনো ব্যক্তি নেই।”

আরো পড়ুন:

বাচসাস’র ইফতার মাহফিলে মিলনমেলা

‘রং খেলার নামে কেউ শরীর স্পর্শ করবে তা হতে পারে না’

এর আগে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন রায়হান রাফী।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চেয়ে রায়হান রাফী বলেন, “এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই। দেশের প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিনেমাটি করেছি। আমরা চাই, সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক।”

রায়হান রাফীর গল্প নিয়ে ‘আমলনামা’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তমা মির্জা, জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র একর ম ল কর ছ ন ঘটন র

এছাড়াও পড়ুন:

‘আমলনামা’ বিতর্কে মামলার হুঁশিয়ারি, যা বললেন রাফী

মধ্যরাতে যে মানুষগুলোকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়, যারা আর ফেরে না- তাদের আমলনামা লিখেছেন নির্মাতা রায়হান রাফী। ১৩ মার্চ প্রকাশ পেয়েছে ‘আমলনামা’নামের এ ওয়েবফিল্ম। সত্য ঘটনার ওপর নির্মিত এ ওয়েব সিনেমাটি এরইমধ্যে লুফে নিয়েছেন দর্শক।

এদিকে অনেকেই বলছেন ‘আমলনামা’ বানানো হয়েছে আজ থেকে বছর ছয়েক আগে বিচারবহির্ভূত হত্যাকণ্ডের শিকার টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের ঘটনা থেকে। তবে বিষয়টি ভালোভাবে নেননি নিহত একরামুলের স্ত্রী আয়েশা বেগম।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘পরিচালক রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোনো সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন।

এরপর লেখেন, ‘আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করছেন। রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি রায়হান রাফীকে বলব, এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোনো মিল নেই। এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।

এদিকে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রাফী। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমলনামা’ কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবর্হিভূত হত্যাকান্ডের প্রতিচ্ছবি।’

আরও লেখেন, ‘আমলনামা অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।’

ওটিটি মাধ্যম চরকিতে দেখা যাচ্ছে ‘আমলনামা’। রাফীর পরিচালনায় তমা ছাড়াও এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তমা মির্জা, কামরুজ্জামান কামু, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আমলনামা’ বিতর্কে মামলার হুঁশিয়ারি, যা বললেন রাফী
  • ‘আমলনামা’ টেকনাফের একরামুলের ঘটনা নিয়ে নয়: রাফী