শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
Published: 16th, March 2025 GMT
১ হাজার ৩oo কোটি টাকার টেন্ডার কমিশন নিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়াসহ দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৬ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সাবেক সাংসদ শেখ সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হতে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
গত বছরের ২০ আগস্ট ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও তার পরিবারের ৯১ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন
নাহার চেস একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আরিয়ান সামির আনান। নারায়ণগঞ্জের আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আনান নয় খেলায় আট পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে।
অপরদিকে যৌথভাবে রানার আপ হয়েছে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির আশফাক সাফিন আহনাফ ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির রাহিব রহমান। দু’জনেই সমান সংখ্যক সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে।
প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির নুসরাত হাসান নাবা, নবম শ্রেণির ধ্রুব সেনগুপ্ত ও সপ্তম শ্রেণির মোঃ রোহান খান।
রবিবার (১৬ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাতি খন্দকার মাহাবুবুল ইসলাম সোহেল, এসিপির সহ-সভাপতি ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, এসিপিবি-র সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওন, আন্তর্জাতিক রেটেড দাবাড়ু, লেখক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু এবং দাবানুরাগী ও চিত্রশিল্পী স্বপন চারুশি।
নাহার চেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশ সেরা দাবা সংগঠক মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু এমদাদুল কবির চৌধুরী রাজু ও মোহাম্মদ আলী।
নারায়ণগঞ্জ জেলার চারটি বিদ্যালয়ের মোট দশজন ছাত্রছাত্রী নয় রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও দাবা প্রশিক্ষক নাজমুল হাসান রুমি। বিজয়ীদের পুরস্কার পরবর্তীতে প্রদান করা হবে।