নুরুল–সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাঁদের দল ধানমন্ডি ও অগ্রণী ব্যাংকও
Published: 16th, March 2025 GMT
নুরুল হাসান সেঞ্চুরি পেলেন। তাতে দুই ম্যাচ পর তাঁর দল ধানমন্ডি ক্লাব পেল জয়ের দেখাও। সেঞ্চুরি করে সাদমান ইসলাম জয় এনে দিয়েছেন অগ্রণী ব্যাংককে। আজ জয়ে পেয়েছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবও , এবার ম্যাচসেরা দলটির অধিনায়ক আজিজুল হাকিম।
আবার জিতেছে গুলশানমিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করে গুলশান ক্রিকেট ক্লাব। দলটির হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। ৭৯ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মেরেছেন আজিজুল। ৪৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন ইফতেখার হোসেন। ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেন পারটেক্সের তৌফিক আহমেদ।
রান তাড়ায় ৪৩.
টানা দুই ম্যাচে বড় হারের পর জয়ে ফিরেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আজ বিকেএসপিতে শাইনপুকুরকে ৯৭ রানে হারিয়েছে তারা। এই জয়ের পথে সেঞ্চুরি করেছেন ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান। টস জিতে ব্যাট করতে নামা ধানমন্ডি ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে।
শুরুটা অবশ্য ভালো ছিল না দলটির, ওপেনার হাবিবুর ৪২ বলে ৪৫ রান করলেও ধানমন্ডি ৭৬ রানে হারায় ৪ উইকেট। এরপর ১১৩ রানের জুটি গড়েন নুরুল ও সানজামুল ইসলাম। ৫৪ বলে ৪০ রান করে সানজামুল ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নুরুল। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করেন তিনি। শাইনপুকুরের রায়ান রাফসান নেন ৩ উইকেট।
ব্যাট হাতে রান পাওয়া সানজামুল বল হাতে ১০ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৪ উইকেট, ৩টি উইকেট পেয়েছেন কামরুল ইসলাম। ৪৫.৩ বল খেলে ১৮০ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর। ৭০ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন রহিম আহমেদ।
সাদমানের সেঞ্চুরিতে অগ্রণীর বড় জয়সাদমান ইসলামের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। পুরো ৫০ ওভার ব্যাট করে ২৬০ রানে অলআউট হয় রূপগঞ্জ। রান তাড়ায় নেমে ৪৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক।
শুরুতে ব্যাট করতে নামা রূপগঞ্জের হয়ে ১০৯ বলে সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার অমিত মজুমদার। এ ছাড়া ৭৭ বলে ৫৭ রান আসে আসাদুল্লাহ আল গালিবের ব্যাটে। ৩টি করে উইকেট পেয়েছেন অগ্রণী ব্যাংকের রুয়েল মিয়া ও তাইবুর রহমান।
রান তাড়ায় নেমে ৫২ রানের উদ্বোধনী জুটি পায় অগ্রণী ব্যাংক। ২০ বলে ২৮ রান করে ওপেনার ইমরানুজ্জামান আউট হলে এই জুটি ভাঙে। এরপর ইমরুল কায়েসের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন সাদমান ইসলাম। ৫৮ বলে ৬২ রান করে ইমরুল আউট হন। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়া সাদমান ১১ চার ও ২ ছক্কায় ১০৮ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ন কর ন ব য ট কর ধ নমন ড উইক ট ইসল ম দলট র
এছাড়াও পড়ুন:
কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার একটি রড তৈরির কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ওই এলাকার জিপিএইচ ইস্পাত নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন মো. মোস্তফা (২৫) ও মো. রিফাত (২৫)। মোস্তফার বাড়ি কারখানা এলাকায় এবং রিফাতের বাড়ি পাশের মিরসরাই উপজেলায়। তাঁরা দুজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কারখানাটিতে কাজ করতেন।
কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে লিফট ছিঁড়ে নিচে পড়ে দুজন আহত হন। কারখানার অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মোস্তফার মৃত্যু হয়। আর বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতও মারা যান।
দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।