ছোটবেলায় যখন স্কুলে পড়ি, তখন আশপাশের অনেকেই অনেক কিছু হতে চাইত। আমি তখনো এসব বুঝতাম না। মা–বাবাও কখনো বলেনি, তোমাকে এটাই হতে হবে। নবম শ্রেণিতে উঠে কী মনে করে বিজ্ঞান পড়া শুরু করলাম। ডাক্তার-প্রকৌশলী হওয়ার ইচ্ছা থেকে নয়, এমনিই। ছোটবেলা থেকেই ইংরেজি আমার পছন্দ। যখন দেখলাম, ইংরেজি সবচেয়ে বেশি প্রয়োগ করা যায় মানবিক বিভাগে, তখন সিদ্ধান্ত নিলাম, কলেজে বিভাগ পরিবর্তন করে মানবিক নেব। এর পর থেকে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (সাবেক ‘খ’) ইউনিটের প্রশ্ন নিয়ে গবেষণা শুরু করি। কী ধরনের প্রশ্ন আসে, কেমন প্রশ্ন হয়—একটু একটু করে বুঝতে শিখি।

এসএসসির পর ভর্তি পরীক্ষার প্রস্তুতি পুরোদমে শুরু হলো। ছোটবেলা থেকে ধরে ধরে পড়ার কারণে ইংরেজি সহজ লাগত। পাশাপাশি বাংলা ও সাধারণ জ্ঞানের দিকে মনোযোগ দিলাম। এভাবে এইচএসসির আগেই ভর্তি পরীক্ষার পুরো সিলেবাস শেষ হয়ে যায়।

আরও পড়ুনবুয়েটে তৃতীয়, কুয়েটে প্রথম খুলনার তামিম; কী ছিল তাঁর পড়ালেখার কৌশল২৭ ফেব্রুয়ারি ২০২৫

উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ করে কোচিংয়ে ভর্তি হলাম। কোচিংয়ে ক্লাস শুরু হওয়ার আগে হাতে কিছুদিন সময় ছিল। সেই সময়টা রিভিশন দেওয়ার কাজে ব্যয় করি। দেখা গেল, কোচিং ক্লাস শুরুর আগেই আমার ইংরেজি ও সাধারণ জ্ঞান একবার করে রিভিশন শেষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লিখিত অংশের গুরুত্ব অনেক। আমি শুরু থেকেই লিখিত অংশে দক্ষ ছিলাম। ছোটবেলায় গল্পের বই পড়া এবং তা থেকে টুকটাক লেখালেখির যে অভ্যাস গড়ে উঠেছিল, তার সুফল আমি এই সময় পেয়েছি।

সাইফা বিনতে ওয়ারীশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

ঢাকা বাদে ৬৩ জেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ: প্রেস উইং

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর গণমাধ্যমে ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার (১৬ মার্চ) রাতে প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এমন তথ্য দেওয়া হয়েছে।

প্রেস উইং জানায়, জাতীয় স্টেডিয়াম ও ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আরো পড়ুন:

ইবিতে ‘স্বাধীনতাবিরোধীর’ নামে হল, শিক্ষার্থীদের ক্ষোভ

বুদ্ধিজীবীর সেকাল-একাল

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

এদিন দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, ১৬ ডিসেম্বরের মতো এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার দেশের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, একটা যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সম্পর্কিত নিবন্ধ