গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে তেলিপাড়া এলাকার ‘লুমেন টেক্সটাইল লিমিটেড’ কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও কয়েকজন শ্রমিক জানান, তেলিপাড়ার লুমেন টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকদের প্রতি মাসেই বেতন দিতে গড়িমসি করে কর্তৃপক্ষ। এখন রোজার মাস চলায় শ্রমিকেরা একটু আগে বেতন দেওয়ার দাবি জানিয়েছিলেন। সেই হিসাবে আজ তাঁদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের পর কারখানা থেকে জানানো হয়, আজ বেতন দেওয়া হবে না।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেতন না পেয়ে শ্রমিকেরা বেলা তিনটার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন মহসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে শিল্প ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনী এসে তাঁদের দাবি পূরণে সহায়তার আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। এরপর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক কবিরুল ইসলাম বলেন, ‘আমাদের কারখানায় তিন শ থেকে চার শ শ্রমিক কাজ করেন। রাত ১১–১২টা পর্যন্ত ডিউটি করালেও কোনো নাইট বিল দেয় না। ইনক্রিমেন্ট নেই। মার্চ মাসের ১৫-১৬ দিন হয়ে গেলেও ফেব্রুয়ারি মাসের বেতন দিচ্ছে না। রমজান মাস, তাই আগে বেতন চেয়েছি; তবু কর্তৃপক্ষ গুরুত্ব দেয় না। বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আজ দেবে না বলে ঘোষণা দিয়েছে। এ জন্য আমরা মহাসড়ক অবরোধ করেছি।’

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ প্রথম আলোকে বলেন, তেলিপাড়া এলাকায় একটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক থেকে সরে যান। এখন মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ট্রেনে ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট মিলবে আজ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৫ মার্চ) পাওয়া যাবে ২৫ মার্চের টিকিট।

শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। প্রথমদিনে (১৪ মার্চ) যারা টিকিট কিনেছেন তারা আগামী ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। যারা ২৫ মার্চ ভ্রমণ করতে চান তাদের আজ টিকিট সংগ্রহ করতে হবে।

অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে।

রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ বিক্রি করা হবে। এছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট মিলবে ২০ মার্চ।

যাত্রীদের সুবিধার্থে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

এছাড়া, চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট পাবেন যাত্রীরা।

বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি ট্রেন চালানো হবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চলবে। এছাড়া, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চলবে।

ঈদে অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ৬৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া, দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • গাজীপুরে ৫ আগস্টের পর বিভিন্ন দাবিতে শ্রমিকদের ৮৩ বার মহাসড়ক অবরোধ
  • দেড় ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু  
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 
  • ঈদযাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট মিলছে আজ
  • ভেঙে ফেলা হচ্ছে ময়মনসিংহের ‘পূরবী’, রইল শুধু ‘ছায়াবাণী’
  • রেললাইনে ক্লিপ চুরির সময় যুবক আটক
  • ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার
  • ময়মনসিংহে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ
  • ট্রেনে ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট মিলবে আজ