উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী সাগর দেওয়ান। গানের প্রথম সুর শেখা মায়ের কাছে, এরপর বড় ভাই আরিফ দেওয়ানের সান্নিধ্য। মূলত বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের হাত ধরেই সংগীত ভুবনে পা রাখেন তিনি।
‘প্রেম সাগর’ শিরোনামে আধ্যাত্মিক গান কণ্ঠে তুললেন সাগর দেওয়ান। গানটির কথা ও সুর করেছেন হালের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসান খান শুভ। এই দুই তরুণ তুর্কির গানের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
সাগর দেওয়ান বলেন, “আমি দেওয়ান পরিবারের সন্তান। দুই শ’ বছর ধরে আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধ, তা খুব কাছ থেকে দেখেছি। চেষ্টা করছি, এই ধারাতেই নিজেকে রাঙাতে। ‘প্রেম সাগর’ গানটিও এর ব্যতিক্রম নয়। আশা করছি, শ্রোতাদের অন্য হৃদয়ের পাঁজর স্পর্শ করবে।”
আরো পড়ুন:
আমাকে প্রাক্তন স্ত্রী বলবেন না: এ আর রহমানের স্ত্রী
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এ আর রহমান
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এটি পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত।
ঈদুল ফিতরে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানলে মুক্তি পাবে ‘প্রেম সাগর’ গানটি। পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা বাদে ৬৩ জেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ: প্রেস উইং
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর গণমাধ্যমে ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রবিবার (১৬ মার্চ) রাতে প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এমন তথ্য দেওয়া হয়েছে।
প্রেস উইং জানায়, জাতীয় স্টেডিয়াম ও ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আরো পড়ুন:
ইবিতে ‘স্বাধীনতাবিরোধীর’ নামে হল, শিক্ষার্থীদের ক্ষোভ
বুদ্ধিজীবীর সেকাল-একাল
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।
এদিন দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, ১৬ ডিসেম্বরের মতো এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার দেশের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, একটা যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।