আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এতথ্য জানিয়েছেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

আরো পড়ুন:

রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব
সংকটের চূড়ান্ত সমাধান মিয়ানমারেই খুঁজে বের করতে হবে

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

তিনি আরো জানান, এই সাক্ষাতকারের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

আগামী ২৬ মার্চ রাষ্ট্রীয় সফরে চীন যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৮ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ঢাকা/হাসান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বৃষ্টির মধ্যে ক্ষেতের ধান জড়ো করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

যশোরের শার্শায় বৃষ্টির মধ্যে ক্ষেতের ধান জড়ো করছিলেন কৃষক আমির হোসেন (৪০)। এ সময় বজ্রপাতে ক্ষেতেই প্রাণ হারিয়েছেন তিনি।  

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে তিনি এ বজ্রপাতের শিকার হন।

নিহত আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী-নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে। ওই গ্রামেই ধানের ক্ষেতে তিনি বজ্রপাতে মারা যান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ওই কৃষকের বাড়িতে যাওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।

ঢাকা/রিটন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ