আড়াইহাজারে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার, নারীদের বিক্ষোভ
Published: 16th, March 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। পরে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়িতে ভাংচুর, লুটপাট ও বোমাবিস্ফোরণের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (১৬ মার্চ) নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। তিনি পুরিন্দা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
এরআগে তাকে তার নিজ বাড়ি থেকে শনিবার (১৫ মার্চ) রাতে আটক করা হয়েছে। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে আড়াইহাজার থানা চত্বরে বিক্ষোভ করেছে নারীরা। পরে উপজেলা বিএনপির সভাপতি ইউছূফ আলী ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদউল্যাহ লিটন ও ছাত্রদল নেতা ইয়াছিনসহ আড়াইহাজার পৌরসভা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভকারী নারীদের হুমকী-ধামকি দিয়ে থানা চত্বর থেকে বের করে দেন।
এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, জুয়েল প্রধানকে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বল গ য বল গ ন র য়ণগঞ জ ব এনপ র
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৬ এপ্রিল সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি সিরাজুল। ওই দিন সন্ধ্যায় তাঁর ছেলে শামীম রেজা সোনারগাঁ থানায় একটি ডায়েরি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে স্থানীয় বাসিন্দারা কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখানদীর পাশের বালুর মাঠে ঝোপের ভেতর একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পরিবারের সহায়তায় মরদেহটি সিরাজুল ইসলামের বলে শনাক্ত করে। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে—এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’