ফুটপাত থেকে তুলে নিয়ে ভিক্ষুককে ধর্ষণ, কারাগারে অটোরিকশাচালক
Published: 16th, March 2025 GMT
চট্টগ্রামে ফুটপাত থেকে তুলে নিয়ে এক ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চালক মো. আব্দুল আলীর (৫৫) বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার হালিমাবাদ গ্রামে। নগরের চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকেন তিনি। আর ধর্ষণের শিকার ২৬ বছর বয়সী নারী চান্দগাঁও আবাসিক এলাকায় ভিক্ষাবৃত্তি করেন এবং সেখানেই ফুটপাতে ভাসমানভাবে থাকেন।
পুলিশ জানায়, ভিক্ষুক নারীটি সরল প্রকৃতির। তাকে গত ১১ মার্চ রাতে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে পরে নুরু কোম্পানির গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে আব্দুল আলী। প্রথমে ওই নারী ঘটনা কাউকে বলেনি। পরে শনিবার রাতে তিনি মৌখিকভাবে থানায় গিয়ে অভিযোগ করেন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পর ওই মামলায় অটোরিকশা চালককে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফরহাদ মজহারের বক্তব্য বিএনপি ও দেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে: বিএনপি নেতা এ্যানি
বিএনপিকে নিয়ে কবি ও চিন্তক ফরহাদ মজহারের বক্তব্য বিএনপিসহ ‘সারা দেশের মানুষের হৃদয়ে আঘাত’ করেছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী। ইফতার মাহফিলের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। এ আয়োজনে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ফরহাদ মজহার সাহেব গতকাল বিএনপি সম্পর্কে যে কথা বলেছেন, এটা বিএনপি নয় শুধু, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। তাঁর বক্তব্য শুনে মনে হচ্ছে, এ দেশে তাঁর ‘নমিনেটেড’ (মনোনীত) লোক শুধু আন্দোলন করেছে, আর কেউ আন্দোলন করেনি।
বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি, যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, করেছিল, ফরহাদ মজহারের বক্তব্যে তারা সুযোগ পাচ্ছে। এ সুযোগ আমরা দেব না, ইনশা আল্লাহ। আমার বিশ্বাস, যারা শহীদ পরিবারের তারা কোনো দিনও এ সুযোগ দেবে না। কারণ, তারা প্রায়োরিটি বেসিসে (অগ্রাধিকার ভিত্তিতে) বিচার চেয়েছে।’
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আমি আজকে অভয় দিতে চাই, এ সরকার শিগগিরই একটি নির্বাচন দিতে বাধ্য হবে এবং এ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আর সে সরকারের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’ তিনি বলেন, ‘আমি সরকারকে অনুরোধ করব, বিগত ১৫-১৬ বছরে যাঁরা গুম-খুনের শিকার হয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের মধ্যে দুটি পক্ষ তৈরি করবেন না।’
উল্লেখ্য, গতকাল শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে এক আলোচনা সভায় ফরহাদ মজহার বলেন, ‘আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন থেকে পতন শুরু হয়েছে। এখন পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক, কাল হোক তারা হারিয়ে যাবে।’