অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান -তানজিম সাইয়ারা তটিনীর পর্দায় ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে যেন এই জুটি আরও এক ধাপ এগিয়ে নিলেন নিজেদের। যার শেষ নজির হচ্ছে ‘প্রিয় প্রিয়সীনি’ নাটক।

সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। নাটকে জোভানের প্রিয় প্রিয়সীনি চরিত্রে হাজির হচ্ছেন তটিনী। 
নাটকে জোভান অভিনয় করেছেন প্রবাসী ইকবালের চরিত্রে। যিনি ৩ মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন বিয়ে করার জন্য। কিন্তু শিল্পী নামের যে পাত্রীকে ইকবালের পছন্দ হয়েছে, তার পরিবার আবার মানতে নারাজ বিয়ের ৩ মাস পর ইকবালের বিদেশ চলে যাওয়ার বিষয়টি।

এটা গল্পের শুরু মাত্র। ভেতরে ও শেষে রয়েছে অনেক নাটকীয়তা। নির্মাতা মাহমুদ মাহিন জানান, গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রবাসীরা এমন জটিলতায় প্রায় সবাই পড়েন। তবে এখানে সেই জটিলতা ছাড়াও নিখাদ প্রেমের একটা দারুণ গল্পও রয়েছে।
নাটকটি ঈদে আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রব স

এছাড়াও পড়ুন:

ফরহাদ মজহারের বক্তব্য বিএনপি ও দেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে: বিএনপি নেতা এ্যানি

বিএনপিকে নিয়ে কবি ও চিন্তক ফরহাদ মজহারের বক্তব্য বিএনপিসহ ‘সারা দেশের মানুষের হৃদয়ে আঘাত’ করেছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী। ইফতার মাহফিলের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। এ আয়োজনে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ফরহাদ মজহার সাহেব গতকাল বিএনপি সম্পর্কে যে কথা বলেছেন, এটা বিএনপি নয় শুধু, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। তাঁর বক্তব্য শুনে মনে হচ্ছে, এ দেশে তাঁর ‘নমিনেটেড’ (মনোনীত) লোক শুধু আন্দোলন করেছে, আর কেউ আন্দোলন করেনি।

বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি, যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, করেছিল, ফরহাদ মজহারের বক্তব্যে তারা সুযোগ পাচ্ছে। এ সুযোগ আমরা দেব না, ইনশা আল্লাহ। আমার বিশ্বাস, যারা শহীদ পরিবারের তারা কোনো দিনও এ সুযোগ দেবে না। কারণ, তারা প্রায়োরিটি বেসিসে (অগ্রাধিকার ভিত্তিতে) বিচার চেয়েছে।’

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আমি আজকে অভয় দিতে চাই, এ সরকার শিগগিরই একটি নির্বাচন দিতে বাধ্য হবে এবং এ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আর সে সরকারের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’ তিনি বলেন, ‘আমি সরকারকে অনুরোধ করব, বিগত ১৫-১৬ বছরে যাঁরা গুম-খুনের শিকার হয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের মধ্যে দুটি পক্ষ তৈরি করবেন না।’

উল্লেখ্য, গতকাল শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে এক আলোচনা সভায় ফরহাদ মজহার বলেন, ‘আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন থেকে পতন শুরু হয়েছে। এখন পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক, কাল হোক তারা হারিয়ে যাবে।’

সম্পর্কিত নিবন্ধ