চট্টগ্রামের অপরাধ জগত নিয়ন্ত্রণ করত ছোট সাজ্জাদ : পুলিশ
Published: 16th, March 2025 GMT
বন্দরনগরী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আজ রবিবার (১৬ মার্চ) চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। দুপুরে চট্টগ্রামের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার ও তার অপরাধ জগত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
পুলিশ কমিশনার জানান, ছোট সাজ্জাদের নেতৃত্বে একটি ডাবল মার্ডারসহ তিনটি হত্যা মামলা রয়েছে। তিনি বড় সাজ্জাদের (ভারতে অবস্থানরত) সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন। তিনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিল্ডিং নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে বিপুল অংকের চাঁদা দাবি করে, কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের বাড়িতে এবং ব্যবসায় প্রতিষ্ঠানে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। এ ধরণের অনেকগুলো ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু দিন আগে তিনি ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হত্যার হুমকি দেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র সংক্রান্ত মোট ১৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ৫ ডিসেম্বরে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় এলাকায় ছোট সাজ্জাদকে ধরতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহাঙ্গীরের নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ, পাঁচলাইশ থানা পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানকালে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। এ সময় তার গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হন। গত ৩০ জানুয়ারি ওই শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তারের লক্ষ্যে অর্থ পুরস্কারের ঘোষণা করেন সিএমপি কমিশনার।
আরো পড়ুন:
আরপিএমপির উপ-কমিশনার শিবলী কায়সারকে প্রত্যাহার
ঘুমন্ত বিএনপি কর্মীর ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন
সর্বশেষ গতকাল শনিবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমেপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাকে রিমান্ডে এনে তার অন্যান্য সহযোগী ও তার অস্ত্রের ভান্ডারের সন্ধান করা হবে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফরহাদ মজহারের বক্তব্য বিএনপি ও দেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে: বিএনপি নেতা এ্যানি
বিএনপিকে নিয়ে কবি ও চিন্তক ফরহাদ মজহারের বক্তব্য বিএনপিসহ ‘সারা দেশের মানুষের হৃদয়ে আঘাত’ করেছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী। ইফতার মাহফিলের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। এ আয়োজনে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ফরহাদ মজহার সাহেব গতকাল বিএনপি সম্পর্কে যে কথা বলেছেন, এটা বিএনপি নয় শুধু, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। তাঁর বক্তব্য শুনে মনে হচ্ছে, এ দেশে তাঁর ‘নমিনেটেড’ (মনোনীত) লোক শুধু আন্দোলন করেছে, আর কেউ আন্দোলন করেনি।
বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি, যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, করেছিল, ফরহাদ মজহারের বক্তব্যে তারা সুযোগ পাচ্ছে। এ সুযোগ আমরা দেব না, ইনশা আল্লাহ। আমার বিশ্বাস, যারা শহীদ পরিবারের তারা কোনো দিনও এ সুযোগ দেবে না। কারণ, তারা প্রায়োরিটি বেসিসে (অগ্রাধিকার ভিত্তিতে) বিচার চেয়েছে।’
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আমি আজকে অভয় দিতে চাই, এ সরকার শিগগিরই একটি নির্বাচন দিতে বাধ্য হবে এবং এ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আর সে সরকারের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’ তিনি বলেন, ‘আমি সরকারকে অনুরোধ করব, বিগত ১৫-১৬ বছরে যাঁরা গুম-খুনের শিকার হয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের মধ্যে দুটি পক্ষ তৈরি করবেন না।’
উল্লেখ্য, গতকাল শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে এক আলোচনা সভায় ফরহাদ মজহার বলেন, ‘আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন থেকে পতন শুরু হয়েছে। এখন পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক, কাল হোক তারা হারিয়ে যাবে।’