শৈলকুপায় ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
Published: 16th, March 2025 GMT
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ১২ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটির বাবা শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রধান আসামি করা হয়েছে শরিফুল ইসলাম শরীফ নামে একজনকে। অপর আসামি হলেন সন্ন্যাসী মণ্ডল। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তার পরও পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, মেয়েটি তার কাছে যা বলেছে, তা খুবই কষ্টদায়ক। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১২ বছর বয়সী মেয়েশিশুটির বাবা পেশায় ভাঙারি ব্যবসায়ী। ব্যবসার কারণে তিনি বাড়ির বাইরেই বেশি থাকেন। গ্রামের শরিফুল ইসলাম শরীফ ৭ মার্চ ও সন্ন্যাসী মণ্ডল ৮ মার্চ তাঁর স্ত্রীর সহায়তায় তাঁর মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা ১২ মার্চ মেয়েটি তার বাবাকে জানায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। একপর্যায়ে মেয়েটির মা বাড়ি থেকে চলে যান। বর্তমানে তিনি নিখোঁজ।
ধর্ষণ মামলার দুই আসামিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই অভিযোগের বিষয়ে দুজনের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ বলেন, ঘটনাটি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
২১ বছর ধরে গাইবান্ধায় কর্মরত সেই প্রকৌশলী, ঘুষ নেওয়ার অভিযোগও আছে
ছবি: সংগৃহীত