কৃষিসচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ
Published: 16th, March 2025 GMT
কৃষিসচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।
‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের’ ব্যানারে আজ রোববার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত খামারবাড়ি থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করা হয়। অবরোধে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি তীব্র যানজট। পরে সেনাসদস্যরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
মিরপুরের সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীর পরিচয় দেওয়া শিহাব উদ্দিন প্রথম আলো বলেন, তাঁরা এক মাস ধরে কৃষিসচিবসহ কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবিতে আন্দোলন করছেন। এই কর্মকর্তারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। এখনো তাঁরা বহাল তবিয়তে আছেন। তাঁরা দেশে অস্থিতিশীলতা তৈরি করছেন। সে জন্য কৃষিসচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ চান শিক্ষার্থীরা।
একই কলেজের শিক্ষার্থী পরিচয় দেওয়া আবদুর রহিম বলেন, ‘এই কৃষিসচিব বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্যসচিব ছিলেন। তিনি এখনো কীভাবে সচিব থাকেন?’
আবদুর রহিম আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো.
সড়ক থেকে সরে যাওয়ার পর বেশ কিছু আন্দোলনকারীকে প্ল্যাকার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে অবস্থান করতে দেখা যায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে নিজ গ্রামে আজ আসছেন ফুটবলার হামজা, উৎসবের আমেজ
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা। পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী। তিনি এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে। আজ সোমবার দেশে এসেই তিনি প্রথমে যাবেন তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। হামজার আগমনের খবরে গ্রামের সবার মধ্যে উৎসবের আমেজ। তাঁকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন এলাকার লোকজন।
পুরো স্নানঘাট সেজেছে নানা রূপে। তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুতি এলাকার মানুষের।
দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী বেশ কিছুদিন আগেই দেশে এসেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। হামজা ও তাঁর পরিবারের ইচ্ছাতে ঢাকায় নয়, সরাসরি তাঁর গ্রামের বাড়িতে আসছেন হামজা। এ সফরে হামজার সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদেরও আসার কথা রয়েছে।
হবিগঞ্জে নিজ গ্রামে যাচ্ছেন ফুটবলার হামজা চৌধুরী