মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৫১
Published: 16th, March 2025 GMT
উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রবিবার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে রাত আড়াইটা নাগাদ আগুনের সূত্রপাত হয়।
দেশে জনপ্রিয় হিপ-হপ জুটি ডিএনকে ব্যান্ডের একটি কনসার্টে প্রায় এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স টোস্কোভস্কি জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুসারে, আতশবাজি ডিভাইসের কারণে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি জানান, আগুনের স্ফুলিঙ্গ অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে তৈরি সিলিংয়ে আঘাত করে, তারপর আগুন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী হৃস্টিজান মিকোস্কি ফেসবুকে এক বিবৃতিতে লিখেছেন যে সরকার ‘সম্পূর্ণরূপে তৎপর এবং এই ট্র্যাজেডির কারণ নির্ধারণ এবং পরিণতি মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করবে।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কৃষ্ণাকে ছাড়াই ভুটান গেলেন ৫ নারী ফুটবলার
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার পর ভুটানের ফুটবল লিগে খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার। আজ সকালে তাঁরা থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন।
এই পাঁচজন হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাঁদের সঙ্গে ভুটান যাওয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়ল কৃষ্ণা রানীর। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।
আরও পড়ুনভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা–সানজিদাসহ আরও চার ফুটবলার০৮ এপ্রিল ২০২৫৬ এপ্রিল ভুটান যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে মাঠে দেখা যাবে ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনাকে। ফরোয়ার্ড কৃষ্ণার একই দলের হয়ে খেলার কথা রয়েছে। আর থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।
বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের।
আরও পড়ুনঅনুশীলনে ফিরেও দুশ্চিন্তায় বিদ্রোহীরা০৮ এপ্রিল ২০২৫এরপর গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাঁদের নিয়েছিল ভুটানের ক্লাবটি।
১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ছয় মাস চলে। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।