মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৫১
Published: 16th, March 2025 GMT
উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রবিবার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে রাত আড়াইটা নাগাদ আগুনের সূত্রপাত হয়।
দেশে জনপ্রিয় হিপ-হপ জুটি ডিএনকে ব্যান্ডের একটি কনসার্টে প্রায় এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স টোস্কোভস্কি জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুসারে, আতশবাজি ডিভাইসের কারণে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি জানান, আগুনের স্ফুলিঙ্গ অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে তৈরি সিলিংয়ে আঘাত করে, তারপর আগুন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী হৃস্টিজান মিকোস্কি ফেসবুকে এক বিবৃতিতে লিখেছেন যে সরকার ‘সম্পূর্ণরূপে তৎপর এবং এই ট্র্যাজেডির কারণ নির্ধারণ এবং পরিণতি মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করবে।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাউফলে পিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় ২ মামলা
পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে তরমুজ বোঝাই ট্রলারে ডাকাতি এবং গণপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে ৪৮ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাতে বাউফল থানার এসআই মো. সাইফুল ইসলাম ডাকাত নিহতের ঘটনায় বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় মামলা করেন। এই মামলায় ৩০-৪০ জনকে নাম না জানা আসামি করা হয়েছে।
আরো পড়ুন: তরমুজের ট্রলারে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু
আরো পড়ুন:
তরমুজের ট্রলারে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু
লক্ষ্মীপুরে চাঁদা না পাওয়ায় শ্রমিকদের মারধর করলেন যুবদল নেতা
তরমুজের ট্রলারে ডাকাতদের হামলা ও কুপিয়ে-পিটিয়ে জখমের ঘটনায় মো. শহিদুল মাতুব্বর বাদী হয়ে ২২৫ ও ৩৯৮ ধারায় একই দিন বিকেলে অপর মামলাটি করেন। এই মামলায় ৭-৮ জন নাম না জানা ডাকাতকে আসামি করা হয়েছে।
এসআই মো. সাইফুল ইসলামের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (১৫ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে ধুলিয়া লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে একটি তরমুজ বোঝাই ট্রলারে ডাকাতি সংঘটিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনিতে আহত এক ডাকাতসহ তিনজন আহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক ডাকাত মারা যান। পরবর্তীতে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে। নিহতের নাম কবির (৩৫)। তার বাবার নাম মফিজল বেপারী। ঠিকানা ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া ৫ নম্বর ওয়ার্ড।
মামলার এজাহারে বাদী শহিদুল মাতুব্বর উল্লেখ করেন, তারা গলাচিপা উপজেলার চর কপালবেড়া ৯ নম্বর ওয়ার্ডের চরকাজল থেকে ১০ হাজার পিস তরমুজ কিনে চাঁদপুরে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ৭-৮ জনের একদল ডাকাত ট্রলারে হামলা চালিয়ে তরমুজ লুটের চেষ্টা করে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, নিহত ডাকাত কবিরের পরিচয় শনাক্তের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কবিরের স্ত্রী তার লাশ গ্রহণের সম্মতি জানিয়েছেন, এবং লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা/ইমরান/মাসুদ