টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দেব–দেবীর মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি সৃষ্টির পাঁয়তারার অভিযোগে নেত্রকোনার এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বারহাট্টা উপজেলার ধারাম পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (পশ্চিম) একটি দল।

গ্রেপ্তার তরুণের নাম জোবায়েদ ইসলাম (২২)। তিনি ধারাম পশ্চিমপাড়া এলাকার প্রয়াত আবুল মিয়ার ছেলে। জোবায়েদ পেশায় একজন রাজমিস্ত্রি। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, জোবায়েদ ইসলাম ফেসবুকে ‘আয়নার ভালোবাসা’ ও ‘মো.

জোবায়েদ’ নামে দুটি পৃথক আইডি ও ‘আসেন বিনোদন নেই’ নামে একটি পেজ পরিচালনা করেন। এ ছাড়া টিকটকে তাঁর একটি আলাদা আইডি আছে। এসব পেজ ও টিকটকের আইডিতে তিনি বিভিন্ন সময়ে হিন্দু দেব–দেবীদের মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে ধর্মীয় বিদ্বেষ ও উসকানি ছড়ান। বিষয়টি নজরে আসার পর নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে গতকাল সন্ধ্যায় বারহাট্টা থানায় তাঁর নামে মামলা করে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠায়।

মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি জোবায়েদের মুঠোফোনের গ্যালারিতেও মূর্তি ভাঙার ভিডিওগুলো পাওয়া গেছে। এ ছাড়া মূর্তি ভাঙায় তাঁর সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। এ ব্যাপারে ডিবির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেইন বাদী হয়ে বারহাট্টা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে শহরে মানববন্ধন 

‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচন এই  দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে এই কর্মসুচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, আমরা চাই আমাদের দেশটা যেনো ইউরোপ আমেরিকার মতো মাথা উচু করে দাঁড়াতে পারে। আমরা পরিচয় দিতে চাই, এটা সোনার বাংলাদেশ। ইউনুস সরকারের হাত ধরে দেশ সংস্কার হচ্ছে, আমরা চাই, আগে দেশ সংস্কার হোক পরে নির্বাচন। 

দারিদ্রতা নিয়ে কাজ করছে ইউনুস সরকার, তাই দেশের বাহির থেকে তিনি বিনিয়োগকারীদের নিয়ে আসছে। আমরা অবশ্যই এর সুফল পাবো। এছাড়াও সকল নির্বাচনই আমরা চাই এ সরকারের আমলেই হোক এবং সুষ্ঠ নির্বাচন হোক।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মো. আলিফ দেওয়ান, রবিউল ইসলাম রবিন, আল আমিন বিন আরশাদ আলী, ফাহিম খন্দকার অনিক ও রাব্বী ইসলাম নিলয়সহ আরো অনেক নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ