দাখিল পরীক্ষা ২০২৫–এর নতুন রুটিন, বদলে গেল আরবি প্রথম পত্রের পরীক্ষার তারিখ
Published: 16th, March 2025 GMT
২০২৫ সালের দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৩ মে। তবে ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা যথারীতি আগের সময় অনুযায়ী, ১৪ থেকে ১৮ মে অনুষ্ঠিত হবে। আজ রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ড এ নতুন সময়সূচি প্রকাশ করে।
শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি—১.
পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২.
প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
আরও পড়ুন৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি১ ঘণ্টা আগে৩.
প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪.
পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে।
৫.
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয় দুটির এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্তনম্বর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্তনম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন।
৬.
পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে রোলনম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা–২০২৫ নতুন রুটিন প্রকাশ১৯ ফেব্রুয়ারি ২০২৫৭.
পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে
৮.
প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯.
পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১০.
কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব যোগাযোগের স্বার্থে সাধারণ (নন-অ্যানড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করবেন।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন১৯ ফেব্রুয়ারি ২০২৫১১.
সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী, ব্যবহারিক ও মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।
১২.
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে, এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-১৪০) মান-২৫ ব্যবহারিক পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে না।
১৩.
মুজাব্বিদ বিভাগের কিরআতে তারতিল ও হাদর (বিষয় কোড-১২০), মান-১০০ এবং হিফজুল কোরআন বিভাগের হিফজুল কোরআন দাওর (বিষয় কোড-১২২), মান-১০০ ও তাজভিদ (বিষয় কোড-১২১) মান-২৫–এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৪.
পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।
*রুটিন দেখুন এখানে
ProthomAlo Education Dhakil 2025 Routine.pdfডাউনলোডউৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র ক পর ক ষ গ রহণ করত পর ক ষ র থ পর ক ষ য র পর ক ষ
এছাড়াও পড়ুন:
স্রেডায় স্নাতক অথবা অ্যাপিংয়ার্ডে ইন্টার্নশিপ, মাসে ১০ হাজার টাকা, আবেদন করুন দ্রুত
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)। দেশের নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন-প্রসার, জ্বালানির দক্ষ ব্যবহার ও উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ এবং নতুন সম্ভাবনাময় টেকসই জ্বালানির ক্রমাগত অনুসন্ধানে এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে স্রেডা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এরই অংশ হিসেবে স্রেডা ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে আবেদন চলছে। সপ্তম ব্যাচের এই ইন্টার্নশিপ (এপ্রিল-জুন, ২০২৫) প্রোগ্রামে অংশগ্রহণে আবেদন করতে হবে অনলাইনে।
আরও পড়ুনজার্মান ভিসার অপেক্ষায় ৮০০০০ বাংলাদেশি শিক্ষার্থী, রাষ্ট্রদূতের টুইট১৩ মার্চ ২০২৫আবেদনের যোগ্যতা—১.
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
২.
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হতে হবে। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে;
৩.
স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই (২) বছরের মধ্যে আবেদন করতে হবে;
৪.
আবেদন ফরমের লিংক
৫.
১৬.৩.২০২৫ দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে পাঠানো সব আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৬.
অনলাইনে আবেদন ফরম (Online Application Form) এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। ২৫.০২.২০২৫ তারিখ বা তৎপূর্বে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রির ফলাফল যাঁদের প্রকাশিত হয়েছে, তাঁরা আবেদনের যোগ্য হবেন। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষা সম্পন্নের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও পড়ুনদেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো১১ মার্চ ২০২৫ আবেদনের পদ্ধতি ও শর্তআগ্রহী প্রার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে অনাপত্তি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে স্রেডা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি ও আবেদন ফরমের লিংক স্রেডার ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রোগ্রামের মেয়াদ ৩ (তিন) মাস (এপ্রিল-জুন, ২০২৫)
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় সব সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই–মেইল অবহিত করা হবে
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের টিএ/ডিএ প্রদান করা হবে না।
নিয়মিত কর্মসম্পাদন ও এক্সপোজার ভিজিটের জন্য ইন্টার্নদের প্রতি মাসে ১০,০০০/- (দশ হাজার) টাকা ভাতা প্রদান করা হবে
ইন্টার্ন বাছাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩–এর শর্তানুযায়ী প্রার্থী ইন্টার্নশিপ শেষে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির দাবি করতে পারবেন না।
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫প্রিলিমিনারি পরীক্ষা—প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৮ মার্চ অনলাইনে গ্রহণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২০ মার্চ ২০২৫ স্রেডার দপ্তর, আইইবি ভবন (লেবেল-১০), রমনা, ঢাকায় গ্রহণ করা হবে।
আরও পড়ুনবাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যর গ্রেট স্কলারশিপ, প্রতিটি বৃত্তি ১০ হাজার পাউন্ডের ১৩ মার্চ ২০২৫আরও পড়ুনবাংলাদেশিদের হার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ করার সুযোগ২৮ মার্চ ২০২১