রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির উপ-কমিশনার (প্রশাসন) হাবিবুর রহমান। 

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করতে আসা পলাশ হাসান নামে এক বাদীকে মারধর ও কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে গুলি করতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরো পড়ুন:

ঘুমন্ত বিএনপি কর্মীর ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন

শ্রীপুরে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রেজাউলকে শ্বাসরোধে হত্যা: পুলিশ  

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে রংপুর কোতোয়ালি থানায় পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারের বিরুদ্ধে বাদীকে মারধর, কনেস্টবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করার চেষ্টা এবং একজন পরিদর্শক পদবির কর্মকর্তার ওপর হাত তোলার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। পুলিশ হেডকোর্য়াটার্সে প্রতিবেদনও জমা পড়ে।

আরপিএমপির উপ-কমিশনার (অপরাধ, অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান বলেন, ‍“থানায় বাদীকে মারধর, গুলির চেষ্টার বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে। গত শনিবার তাকে রংপুর থেকে প্রত্যাহার করে হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।”

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ কর মকর ত

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের সম্মানে ফতুল্লা জামায়াতের ইফতার অনুষ্ঠিত 

ফতুল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা জামায়াতে ইসলামীর আমীর (দক্ষিণ) মাওলানা নাসির উদ্দিন, ফতুল্লা জামায়াতে ইসলামীর আমীর (পশ্চিম) নুরুল হক,জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল (পশ্চিম) মাওলানা আঃ করিম,সেক্রেটারি জেনারেল (দক্ষিণ) হাফেজ মোঃ এনামুল হক। ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী, সহ-সভাপতি পিয়ার চাঁন,যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু,সাধারণ সম্পাদক মোঃসোহেল, দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন,  ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ, ফতুল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক মাসুদ আলী,কার্যকরি সদস্য সেলিম হোসেন, রাশেদুল ইসলাম,আরিফ হোসেন, সোহেল রানা,মোকলেসুর রহমান তোতা, রাহাত হোসেন, মামুনুর রশীদ মুন্না, সাব্বির আহমেদ,শফিকুল ইসলাম প্রমুখ। 

সম্পর্কিত নিবন্ধ