হাসপাতাল থেকে বাসায় এ আর রহমান,শারীরিক অবস্থা জানালেন ছেলে
Published: 16th, March 2025 GMT
আজ রোববার খুব সকালে বুকে ব্যথা সুরকার বরেণ্য সংগীত পরিচালক এ আর রহমানের। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। রহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে সুরকারকে। খবর আনন্দবাজারের।
চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকালে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, রোজায় দীর্ঘ সফরের ধকল শরীর নিতে পারেনি। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন। অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানান, তাঁর বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনও কারণ নেই।
আমিন একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্কটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে পানিশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালবাসা ও আন্তরিকতায়ে আমরা কৃতজ্ঞ।’’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের সম্মানে ফতুল্লা জামায়াতের ইফতার অনুষ্ঠিত
ফতুল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা জামায়াতে ইসলামীর আমীর (দক্ষিণ) মাওলানা নাসির উদ্দিন, ফতুল্লা জামায়াতে ইসলামীর আমীর (পশ্চিম) নুরুল হক,জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল (পশ্চিম) মাওলানা আঃ করিম,সেক্রেটারি জেনারেল (দক্ষিণ) হাফেজ মোঃ এনামুল হক। ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী, সহ-সভাপতি পিয়ার চাঁন,যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু,সাধারণ সম্পাদক মোঃসোহেল, দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ, ফতুল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক মাসুদ আলী,কার্যকরি সদস্য সেলিম হোসেন, রাশেদুল ইসলাম,আরিফ হোসেন, সোহেল রানা,মোকলেসুর রহমান তোতা, রাহাত হোসেন, মামুনুর রশীদ মুন্না, সাব্বির আহমেদ,শফিকুল ইসলাম প্রমুখ।