ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে একটি তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এরপর সেটি পাশের একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলের চালক নয়ন শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান।

নয়ন শেখের পেছনে থাকা তার মা গুরুতর আহত হন এবং অটোরিকশাচালক শাজাহান শেখ মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। আহত নয়নের মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়, ফলে গাছটি রাস্তার ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের উদ্যোগে দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন চৌধুরী।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের সম্মানে ফতুল্লা জামায়াতের ইফতার অনুষ্ঠিত 

ফতুল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা জামায়াতে ইসলামীর আমীর (দক্ষিণ) মাওলানা নাসির উদ্দিন, ফতুল্লা জামায়াতে ইসলামীর আমীর (পশ্চিম) নুরুল হক,জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল (পশ্চিম) মাওলানা আঃ করিম,সেক্রেটারি জেনারেল (দক্ষিণ) হাফেজ মোঃ এনামুল হক। ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী, সহ-সভাপতি পিয়ার চাঁন,যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু,সাধারণ সম্পাদক মোঃসোহেল, দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন,  ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ, ফতুল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক মাসুদ আলী,কার্যকরি সদস্য সেলিম হোসেন, রাশেদুল ইসলাম,আরিফ হোসেন, সোহেল রানা,মোকলেসুর রহমান তোতা, রাহাত হোসেন, মামুনুর রশীদ মুন্না, সাব্বির আহমেদ,শফিকুল ইসলাম প্রমুখ। 

সম্পর্কিত নিবন্ধ