আজ রোববার খুব সকালে বুকে ব্যথা সুরকার বরেণ্য সংগীত পরিচালক এআর রহমানের। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। রহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে সুরকারকে। খবর আনন্দবাজারের। 

চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকালে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, রোজায় দীর্ঘ সফরের ধকল শরীর নিতে পারেনি। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন। অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানান, তাঁর বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনও কারণ নেই।

আমিন একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্কটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে পানিশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালবাসা ও আন্তরিকতায়ে আমরা কৃতজ্ঞ।’’ 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এআর রহম ন রহম ন

এছাড়াও পড়ুন:

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনায় মামলা

হবিগঞ্জের চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। মামলার পর চার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত। 

রবিবার (১৬ মার্চ) মামলাটি দায়ের করেন চুনারুঘাটের স্থানীয় সংবাদকর্মী নুরুল আমিন। 

মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল ইসলাম মামলার আসামি মোতাল্লিব মিয়া, তার ছেলে বকুল, মকুল ও সেকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেন। 

বাদিপক্ষের আইনজীবী ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানিকালে ম্যাজিস্ট্রেট বলেন- বাদী মামলা না করলেও আদালত স্বপ্রণোদিত হয়ে এই মামলা করতেন। তিনি নির্যাতনের ভিডিও দেখেছেন বলেও শুনানীকালে জানান। 

বাদিপক্ষের হয়ে ১৫/২০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। 

প্রসঙ্গত, গত ১৩ মার্চ উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসির কাছে আসামিরা অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর চুনারুঘাট থানার একদল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। এরপর থেকে নির্যাতনকারীরা পলাতক আছেন বলে পুলিশ জানায়।

ঢাকা/আজহারুল/এস

সম্পর্কিত নিবন্ধ