ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন
Published: 16th, March 2025 GMT
ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতারা বলেন, প্রতিবছর ঈদ উৎসব আসলেই পোশাক কারখানার মালিকরা বিভিন্নভাবে তালবাহানা করে শ্রমিকদেরকে ঠকানোর চেষ্টা করে। শ্রমিকদের ওপর ছাটাইসহ নির্যাতন করে থাকেন। তাই আমরা দাবি করছি, ঈদকে সামনে রেখে কোনোপ্রকার ছাটাই বা নির্যাতন করা যাবে না।
নেতারা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর যেহেতু এপ্রিল মাসের ১ তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা, তাই মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসসহ সব বকেয়া পাওনানি আগামী ২৫ রমজানের মধ্যে পরিশোধের দাবি জানাই, যাতে করে শ্রমিকরা যথাসময়ে ঈদের কেনাকাটা করতে পারেন। এ ছাড়া ২৭ রমজানের মধ্যে সব কারখানায় ঈদের ছুটি ঘোষণা করতে হবে, যেন শ্রমিকরা ঠিকভাবে বাড়ি গিয়ে ঈদ পালন করতে পারে।
সংগঠনের সহ-সভাপতি গাজী মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উত্তর ইব্রাহীমপুরে অবৈধ দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর উত্তর ইব্রাহীমপুরে প্রতিবেশীর চলাচলের জন্য বরাদ্দ করা রাস্তা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে উত্তর ইব্রাহীমপুরে মানববন্ধন করেছে অবৈধ দখলদার প্রতিরোধ কমিটি মিরপুর শাখা। এতে অংশ নেন অর্ধশতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে অভিযোগ করা হয়, স্থানীয় বাসিন্দা মহিবুর রহমানের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে প্রতিবেশীর চলাচলের জন্য নির্ধারিত রাস্তা দখল করে দুটি দোকান নির্মাণ করে বছরের পর বছর ভাড়া উত্তোলন করছেন। উত্তর ইব্রাহীমপুরের ১৮৫ নম্বর হোল্ডিংয়ে এই অবৈধ দোকান নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কবির চৌধুরী। বহুবার অনুরোধ করার পরও দখলদাররা জায়গা ছেড়ে দেয়নি। ফলে তিনি বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়ে আবেদন করেছেন।
বক্তারা বলেন, কোনো আইনগত অনুমতি ছাড়াই এবং রাজউক কর্তৃক অনুমোদিত নকশার বাইরে দোকান দুটি নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতেও রাজি নন মালিক পক্ষ। এলাকার বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে একজন সার্ভেয়ার দিয়ে জমির মাপজোকের ব্যবস্থা করা হলেও অবৈধ দখলের চিত্র ফুটে উঠবে। সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তানজিন ইসলাম, মো. রুবেল, মো. নাহিদ, মো. ফুয়াদ, মো. সোহাগ প্রমুখ।
এদিকে, শান্তিপূর্ণ এই মানববন্ধনে দখলদার পরিবারের সদস্যরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এতে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এরপরও এলাকাবাসী মানববন্ধন অব্যাহত রাখেন বলে জানা গেছে।