ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন
Published: 16th, March 2025 GMT
ঈদ বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতারা বলেন, প্রতিবছর ঈদ উৎসব আসলেই পোশাক কারখানার মালিকরা বিভিন্নভাবে তালবাহানা করে শ্রমিকদেরকে ঠকানোর চেষ্টা করে। শ্রমিকদের ওপর ছাটাইসহ নির্যাতন করে থাকেন। তাই আমরা দাবি করছি, ঈদকে সামনে রেখে কোনোপ্রকার ছাটাই বা নির্যাতন করা যাবে না।
নেতারা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর যেহেতু এপ্রিল মাসের ১ তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা, তাই মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসসহ সব বকেয়া পাওনানি আগামী ২৫ রমজানের মধ্যে পরিশোধের দাবি জানাই, যাতে করে শ্রমিকরা যথাসময়ে ঈদের কেনাকাটা করতে পারেন। এ ছাড়া ২৭ রমজানের মধ্যে সব কারখানায় ঈদের ছুটি ঘোষণা করতে হবে, যেন শ্রমিকরা ঠিকভাবে বাড়ি গিয়ে ঈদ পালন করতে পারে।
সংগঠনের সহ-সভাপতি গাজী মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকেরা। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এ সময় শিক্ষক নেতারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, ‘‘শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য পাহাড় সমান। এ বৈষম্য দূরীকরণের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে আসছি। আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১০ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে। আমরা আশা করছি, আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করবেন।’’
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন, রাজৈর উপজেলার সভাপতি মাহবুব শিকদার, কালকিনি উপজেলার সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, ডাসার উপজেলার সভাপতি সৈয়দা ইসরাত ইমাম ও সদর উপজেলার সাধারণ সম্পাদক নূর ইসলাম।
আরো পড়ুন:
প্রাইভেট ও কমিউনিটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ৫ দাবি
নড়াইলে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা
ঢাকা/বেলাল/বকুল