ম্যানসিটির জন্য ৯ ম্যাচের সবই ফাইনাল!
Published: 16th, March 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগকে অনেকটা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন পেপ গার্দিওলা। চলমান মৌসুমটি এই স্প্যানিশ কোচের নবম মৌসুম ইপিলে। আগের ৮ মৌসুমের মধ্যে ম্যানচেস্টার সিটিকে ত্তিনি ৬টি শিরোপা জিতেছেন। অথচ চলমান মৌসুমে গার্দিওলা আর তার দল ম্যানসিটির অবস্থা এতটাই করুণ যে, বাকি ম্যাচগুলো থেকে সর্বোচ্চ পয়েন্ট না পেলে, শেষ চারে থেকে মৌসুমে শেষ করা কঠিন হয়ে যাবে।
শনিবার (১৫ মার্চ, ২০২৫) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানসিটি। ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে তারা। এক ম্যাচ কম খেলা নিউক্যাসল ৪৭ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। দশ মিনিট পর পেরভিস এস্তুপিনান সমতায় ফেরান সফরকারীদের।
আরো পড়ুন:
ম্যানসিটিতে ‘নতুন মেসি’ নিয়ে আসলেন গার্দিওলা
হেরে তরুণ ফুটবলার কেনার কথা জানালেন গার্দিওলা
ম্যাচের ৩৯ মিনিটে আবারও সিটিকে এগিয়ে দেন মিশরীয় স্ট্রাইকার ওমর মারমুশ। তবে বিরতির পর খেলা শুরু হলে ৩ মিনিটের মাথায় সিটি ডিফেন্ডার আবদুকোদির খুসানভের আত্মঘাতী গোলের কারণে দুই দলকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। যা ইতিহাদ স্টেডিয়ামে ব্রাইটনের প্রথম পয়েন্ট।
এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে হালান্ড একটা মাইলফক ছুঁয়েছেন। এই ২৪ বছর বয়সী স্ট্রাইকার ১০০ প্রিমিয়ার লিগ গোলে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) অবদান রেখে ফেলেছেন ৯৪ ম্যাচে। যা আগে কখনোই কেউ করেনি। আগের রেকর্ডটি ছিল ব্ল্যাকবার্ন রোভার্স, নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়েরারের। তার লেগেছিল ১০০ ম্যাচ।
এই মৌসুমে সিটির ম্যাচ বাকি আছে আর ৯টি। পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের স্থান পেতে হলে কঠিন সব মহারণ অপেক্ষা করছে তাদের জন্য। গার্দিওলা এই ব্যাপারে বলেন, “আমি মনে করি, শেষ পর্যন্ত ৯টি ম্যাচই জিততে হবে, ৯টি ম্যাচই ফাইনাল।”
নিজেকে ফুটবল মাস্টার দাবি করে এই চ্যালেঞ্জ পারি দিতে পারবেন বলে বিশ্বাস গার্দিওলার, “আমি সবসময় আত্মবিশ্বাসী। আমি একজন মাস্টার। আমি সবকিছুর মধ্যে ইতিবাচকতা খুঁজে পাই। আমি জানি এটি কঠিন হবে।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়ল অজিতের সিনেমা
তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
চলতি বছরে ভারতের বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘গুড ব্যাড আগলি’ (৫১.৫ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল ভাষার সিনেমা ‘বিদামুয়াচি’ (৪৮ কোটি রুপে)। এবার নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতা হিসেবে যেমন রেকর্ড গড়েছেন, তেমনি ‘গুড ব্যাড আগলি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পকে সাফল্যের স্বাদও এনে দিয়েছেন অজিত। মুক্তির পাঁচ দিনের মাথায় ‘ড্রাগন’ সিনেমার আয় ছাড়িয়ে গেছে। এটি চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে আয় (লাইফটাইম: ১৫২ কোটি রুপি) করা তামিল সিনেমা।
আরো পড়ুন:
৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা
কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘গুড ব্যাড আগলি’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ২৮.১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১৪.১ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮.৬৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২১.২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ১৪.৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৬.৬ কোটি রুপি (নিট)। ভারতে এখন পর্যন্ত আয় করেছে ১১৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫২.১৫ কোটি রুপি (গ্রস)। ৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট দাঁড়িয়েছে ১৭১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৫০ লাখ টাকার বেশি)।
তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ, যোগী বাবু, প্রিয়া প্রকাশ প্রমুখ। মিথরি মুভিজ মেকারের ব্যানারে নির্মিত হয়েছে ‘গুড ব্যাড আগলি’। এতে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।
ঢাকা/শান্ত