গভীর রাতে রাজশাহীর নিউ মার্কেটে আগুন, পুড়েছে ১২ দোকান
Published: 16th, March 2025 GMT
রাজশাহীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১টায় অগ্নিকাণ্ডে মার্কেটের ভেতরের ১২টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার সার্ভিস সদস্য দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের ভেতরের বেশ কয়েকটি দোকানে আগুন লাগতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে নিউমার্কেটে জড়ো হন উৎসুক জনতা। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি দোকান ও কাঁচা বাজারের অস্থায়ী দোকান ছিল।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস সদস্য দেলোয়ার হোসেন অতিরিক্ত ধোয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন
এছাড়াও পড়ুন:
হারানো ৩৪ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ
হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পল্টন থানা পুলিশ। থানার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী। এ সময় উপস্থিত ছিলেন পল্টন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুজ্জামান।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোবাইল হারিয়ে যাওয়ার পর মালিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে থানার এএসআই ইকবাল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করেন। এর আগেও একাধিকবার হারানো মোবাইল উদ্ধারের পর তা প্রমালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ পর্যন্ত শতাধিক মোবাইল উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।