ফিল্ডিংয় কেন এত আগ্রাসী থাকেন, জানালেন কোহলি
Published: 16th, March 2025 GMT
মাঠের বিরাট কোহলি কতটা আক্রমণাত্মক স্বভাবের, তা সবার জানা। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় তাঁকে বরাবরই আগ্রাসী মেজাজে দেখা যায়। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনি মাঠে কম কাণ্ড-কারখানার জন্ম দেননি।
অধিনায়ক না হয়েও কখনো কখনো নিজেই ফিল্ডিং সাজিয়ে দেওয়া, কোনো সতীর্থ বাজে ফিল্ডিং করলে চোখরাঙানি দেওয়া, কখনো ‘ফেক ফিল্ডিং’ করা, উইকেটের পর বুনো উদ্যাপন! এ ছাড়া প্রতিপক্ষ ব্যাটসম্যানকে চাপে রাখতে অনবরত স্লেজিং করে যাওয়া, এমনকি বাউন্ডারির কাছে ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে ইঙ্গিতপূর্ণ আচরণ করে বিতর্কের জন্ম দেওয়া—কী করেননি কোহলি? সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তো অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে জরিমানাও গুনেছেন।
মাঠে আচরণবিধি লঙ্ঘন করে কোহলি যেমন সমালোচিত হয়েছেন, তেমনি যুদ্ধংদেহী মনোভাবের কারণে প্রশংসিতও হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাঠের বাইরে কোহলিকে শান্তশিষ্ট মনে হলেও ফিল্ডিংয়ের সময় কেন এমন আগ্রাসী থাকেন? উত্তরটা ৩৬ বছর বয়সী তারকা নিজেই দিয়েছেন।
মাঠে নামলেই কোহলি আক্রমণাত্মক স্বভাবের হয়ে ওঠেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সীমান্তে বিজিবির ওপর হামলা করে গরু ছিনতাই
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিপরাখলা সীমান্তে এ ঘটনা ঘটে। হামলায় আহত বিজিবি সদস্যরা হলেন- ল্যান্স নায়েক হারুনুর রশিদ ও জামশেদ হোসেন।
বিজিবি সূত্র জানায়, রাজবাড়ী বিওপির সদস্যরা সীমান্তের ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় কয়েকটি গরু নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। সেখানে টহলরত বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়েই তাদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এ সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে হামলাকারীরা ইট ও পাথর নিক্ষেপ করে গরু নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত সদস্য হারুনুর রশিদ ও জামশেদ হোসেনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জৈন্তাপুর বিওপির দায়িত্বরত ক্যাম্প কমান্ডারের মোবাইল ফোনে কল করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চোরাকারবারিদের হামলায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বর্তমানে অবস্থা ভালো।