মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু
Published: 16th, March 2025 GMT
সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম আজাহার আলী (৫০)। রবিবার (১৬ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল ইফতারের পরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
আরো পড়ুন:
হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে বিএনপি অফিসে বোমা হামালার ঘটনায় মামলা
এর জেরে, শনিবার ইফতারের পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। এর মধ্যে, গুরুতর আহতাবস্থায় আজাহার আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত স ঘর ষ
এছাড়াও পড়ুন:
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করল সেনাবাহিনী
সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার পর তাকে উদ্ধার করা হয়।
এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব। তিনি গণমাধ্যমকে বলেন, “সেনাবাহিনী তাকে বাসায় নেওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যায়।”
এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেবাবাহিনী। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ সেখানে যায়নি। তার বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”
এর আগে, রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনের তার কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন একদল লোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তিনি ওই কক্ষে অবরুদ্ধ ছিলেন।
সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনের এফ ব্লকে অবস্থিত। আর ডা. প্রাণ গোপাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা এবং ওই হাসপাতালের (তৎকালীন বিএসএমএমইউ) উপাচার্য ছিলেন।
ঢাকা/রায়হান/সাইফ