মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু
Published: 16th, March 2025 GMT
সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম আজাহার আলী (৫০)। রবিবার (১৬ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল ইফতারের পরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
আরো পড়ুন:
হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে বিএনপি অফিসে বোমা হামালার ঘটনায় মামলা
এর জেরে, শনিবার ইফতারের পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। এর মধ্যে, গুরুতর আহতাবস্থায় আজাহার আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত স ঘর ষ
এছাড়াও পড়ুন:
বাড়ি ফিরলেন এ আর রাহমান
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। আজ সকালে বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় এই সুরকার, সংগীত পরিচালক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পর বাড়ি ফিরেছেন রাহমান।
রাহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তবে কিছু রুটিন চেকআপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে রাহমানকে। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রাহমান।
শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন।
এ আর রাহমান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া