খেলার পর রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি হুমকি দিয়ে রাখলেন, শেষবারের মত তার ৭২ ঘন্টার মধ্যে ম্যাচে নেমেছে। বুধবার (১২, মার্চ, ২০২৫) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে, লস ব্ল্যাঙ্কসরা ১২০ মিনিটের বেশি খেলেছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর কি না ৭২ ঘন্টা পার হওয়ার আগেই রিয়ালকে লা লিগার ম্যাচে মুখোমুখি হতে হলো ভিয়ারিয়ালের বিপক্ষে।

অসম্ভব ক্লান্তি নিয়েই স্প্যানিশ লিগের এই ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল। প্রতিটা ফুটবলারকে দেখেই মনে হচ্ছিল তারা শতভাগ দেওয়ার অবস্থায় নেই। তবে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল।

ভিয়ারিয়ালের মাঠ স্টাদিও দে লা ক্যারামিকাতে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনার কর্নার বল অরেলিয়েন চুয়ামেনির গায়ে লেগে প্রতিহত হয় এবং সেই সুযোগে ডিফেন্ডার হুয়ান ফোইথ কাছ থেকে গোল করেন। দশ মিনিট পর রিয়াল মাদ্রিদ সমতা ফিরে। ব্রাহিম দিয়াজের শট প্রতিহত হলে বল এমবাপ্পের পায়ে পড়ে, এবং তিনি কাছ থেকেই গোলটি করেন।

আরো পড়ুন:

শীর্ষে উঠার সুযোগ হারাল অ্যাতলেটিকো

ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

ম্যাচের ২৩তম মিনিটে লুকাস ভাসকেজের রক্ষণচেরা পাস থেক ডি বক্সের মুখ থেকে এমবাপে রিয়ালকে এগিয়ে দেন। লা লিগায় এটি তার ২০তম গোল ছিল। দ্বিতীয়ার্ধে এই ফরাসি তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে হ্যাটট্রিকের সুযোগ পান। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয় সেটি। পরে কোন দলই আর গোল না পেলে ম্যাচ ২-১ ব্যবধানেই শেষ হয়।

ম্যাচ শেষ রিয়ালের ইতালিয়ান ম্যানেজার খুবই বিরক্ত ছিলেন। আনচেলত্তি বলেন, “শেষবারের মত আমরা ৭২ ঘণ্টার কম বিশ্রামে কোনো ম্যাচ খেললাম।”

এই জয়ের ফলে, রিয়াল মাদ্রিদ ২৮ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা তিন পয়েন্ট পিছিয়ে আছে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রবিবার (১৬ মার্চ, ২০২৫) দিবাগত রাতে বার্সেলোনার গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ রয়েছে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ক ল য় ন এমব প প

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ, দেখে নিন বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপের মোট আটটি দল অংশ নিবে। তার মধ্যে ছয়টি দল আগেই নিশ্চিত হয়েছে। দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

আরও দুটি দল বিশ্বকাপের বাছাইপর্ব খেলে আসবে। আগামী ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব পাকিস্তানে অনুষ্ঠিত হবে। যেখানে দুটি স্থানের জন্য লড়বে মোট ছয়টি দল। তার মধ্যে আইসিসির পূর্ণ সদস্য পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড রয়েছে। এছাড়াও রয়েছে স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

আজ শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রথম দিনেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে পাকিস্তান-আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড। পরের দিন মুখোমুখি হবে বাংলাদেশ ও থাইল্যান্ড।

আরো পড়ুন:

৯ বছর পর প্যারাগুয়ের কাছে ব্রাজিলের হার

অস্ট্রেলিয়া এবার ২ গোলের বেশি দিতে পারেনি বাংলাদেশকে

দিনে ও রাতে মিলিয়ে বাছাইপর্বের সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) মাঠে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ বাছাইপর্বের সূচি:

৯ এপ্রিল (বুধবার):
পাকিস্তান বনাম আয়ারল্যান্ড – গাদ্দাফি স্টেডিয়াম (দিন)।
ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড – এলসিসিএ (দিন)।

১০ এপ্রিল (বৃহস্পতিবার):
থাইল্যান্ড বনাম বাংলাদেশ – এলসিসিএ (দিন)।

১১ এপ্রিল (শুক্রবার):
পাকিস্তান বনাম স্কটল্যান্ড – এলসিসিএ (দিন)।
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ – গাদ্দাফি স্টেডিয়াম (দিন)।

১৩ এপ্রিল (রবিবার):
স্কটল্যান্ড বনাম থাইল্যান্ড - এলসিসিএ (দিন)
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড – গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৪ এপ্রিল (সোমবার):
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ – গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)।

১৫ এপ্রিল (মঙ্গলবার):
থাইল্যান্ড বনাম আয়ারল্যান্ড – এলসিসিএ (দিন)।
স্কটল্যান্ড বনাম বাংলাদেশ – গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)।

১৭ এপ্রিল (বৃহস্পতিবার):
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ – এলসিসিএ (দিন)।
পাকিস্তান বনাম থাইল্যান্ড – গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)।

১৮ এপ্রিল (শুক্রবার):
আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড – গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)।

১৯ এপ্রিল (শনিবার):
পাকিস্তান বনাম বাংলাদেশ – এলসিসিএ (দিবারাত্রি)।
ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড – গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএতে বৃত্তি : নগদ অর্থ নয়, মিলবে অর্থছাড়
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ মার্চ ২০২৫)
  • আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সর্বোচ্চ ২৮ লাখ ২১ হাজার
  • স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু
  • বিদেশি সংস্থায় চাকরি, বেতন সর্বোচ্চ ২৮ লাখ ২৯ হাজার
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৪০ হলেও আবেদন
  • স্রেডায় স্নাতক অথবা অ্যাপিংয়ার্ডে ইন্টার্নশিপ, মাসে ১০ হাজার টাকা, আবেদন করুন দ্রুত
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ মার্চ ২০২৫)
  • বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ, দেখে নিন বাংলাদেশের ম্যাচ কবে কোথায়