দুই দশক পর উইল স্মিথের গানের অ্যালবাম
Published: 16th, March 2025 GMT
আমেরিকান অভিনেতা উইল স্মিথ একাধারে অভিনেতা, প্রযোজক ও র্যাপার পার। অভিনয়শৈলী দিয়েও বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন তিনি । একই সঙ্গে যে ভালো গানও গান, সেটাইবা কয়জন জানেন। আবার প্রতিভার জানান দিতে আসছেন ২৮ মার্চ। নিজের গানের দ্বিতীয় অ্যালবাম নিয়ে এদিন ফিরছেন উইল। ১৪ মার্চ তিনি ঘোষণা করেন, দুই দশক পর তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ প্রকাশিত হতে যাচ্ছে ২৮ মার্চ।
স্মিথের ১৪-ট্র্যাক অ্যালবামে সহযোগী হিসেবে আছেন ডিজে জ্যাজি জেফ। সেই সঙ্গে আছেন টেয়ানা টেলর ও জ্যাক রস। ইনস্টাগ্রামে একটি পোস্টে অ্যালবাম প্রকাশের তারিখ ও কভার শেয়ার করে উইল স্মিথ লিখেছেন, ‘এটা অফিসিয়াল ঘোষণা! আমার নতুন অ্যালবাম বেজড অন আ ট্রু স্টোরি ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। আর মাত্র দুই সপ্তাহ! আমি এটা আপনাদের সবার কাছে পৌঁছে দিতে ভীষণভাবে আগ্রহী।’ জানুয়ারিতে তাঁর সর্বশেষ একক গান ‘বিউটিফুল স্কারস’ প্রকাশের সময় তিনি প্রথম ঘোষণা করেছিলেন, একটি নতুন অ্যালবাম প্রকাশ করবেন। অভিনয়ের পাশাপাশি গানকে ভালোবাসেন উইল। তাইতো গানের ভুবনে বারবার ফিরে আসেন।
প্রসঙ্গত, উইল স্মিথ এর সর্বশেষ অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশ হয়েছিল ২০০৫ সালের মার্চ মাসে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফেনীতে যৌতুকের জন্য নববধূকে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের যৌতুকের জন্য মারধরের শিকার হয়ে গৃহবধূ মারজান আক্তার ঝুমুর (১৮) মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের শ্বশুর সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) ফেনী মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার আলমপুর গ্রামের মারজান আক্তার ঝুমুরের সঙ্গে গত ৮ ডিসেম্বর পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রবাসী সাইদুর রহমানের। ছেলে বিদেশে থাকায় মোবাইলে বিয়ে সম্পন্ন হয়। পরে গত ২৭ ফেব্রুয়ারি ছেলে প্রবাস থেকে দেশে আসার পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ঝুমুরকে স্বামীর বাড়িতে পাঠানো হয়।
বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা তিন লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণ যৌতুক দাবি করে আসছিল। ঝুমুরের বাবা একজন নির্মাণ শ্রমিক হওয়ায় এ দাবি পূরণ করা তার পক্ষে সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গত ৪ মার্চ স্বামী সাইদুর রহমান, শ্বশুর সাহাব উদ্দিন ও শাশুড়ি বিবি হাজেরা মিলে তাকে (ঝুমুর) মারধর করে গুরুতর আহত করে। পরে, ঝুমুরের পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১২ দিন আইসিইউতে থাকার পর শনিবার (১৫ মার্চ) সকালে তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ১
আবরার হত্যা মামলা
২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
নিহতের মা ফরিদা আক্তার বলেন, মৃত্যুর আগে হাসপাতালে ঝুমুর তার স্বামী, শ্বশুর, ও শাশুড়ি তার উপর চালানো নির্যাতনের ঘটনা বিস্তারিত জানিয়েছেন।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান বলেন, ‘‘যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে এক নববধূর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করেছে। সেই মামলার প্রেক্ষিতে নিহতের শ্বশুর সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, নিহতের স্বামী প্রবাস থেকে ছুটিতে এসেছিলেন। ঘটনার পরপর তিনি আবার প্রবাস চলে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’’
নিহতের বাবা আবদুল আলিম স্বামী, শ্বশুর, ও শাশুড়িকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছেন।
ঢাকা/সাহাব/বকুল