দুই দশক পর উইল স্মিথের গানের অ্যালবাম
Published: 16th, March 2025 GMT
আমেরিকান অভিনেতা উইল স্মিথ একাধারে অভিনেতা, প্রযোজক ও র্যাপার পার। অভিনয়শৈলী দিয়েও বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন তিনি । একই সঙ্গে যে ভালো গানও গান, সেটাইবা কয়জন জানেন। আবার প্রতিভার জানান দিতে আসছেন ২৮ মার্চ। নিজের গানের দ্বিতীয় অ্যালবাম নিয়ে এদিন ফিরছেন উইল। ১৪ মার্চ তিনি ঘোষণা করেন, দুই দশক পর তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ প্রকাশিত হতে যাচ্ছে ২৮ মার্চ।
স্মিথের ১৪-ট্র্যাক অ্যালবামে সহযোগী হিসেবে আছেন ডিজে জ্যাজি জেফ। সেই সঙ্গে আছেন টেয়ানা টেলর ও জ্যাক রস। ইনস্টাগ্রামে একটি পোস্টে অ্যালবাম প্রকাশের তারিখ ও কভার শেয়ার করে উইল স্মিথ লিখেছেন, ‘এটা অফিসিয়াল ঘোষণা! আমার নতুন অ্যালবাম বেজড অন আ ট্রু স্টোরি ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। আর মাত্র দুই সপ্তাহ! আমি এটা আপনাদের সবার কাছে পৌঁছে দিতে ভীষণভাবে আগ্রহী।’ জানুয়ারিতে তাঁর সর্বশেষ একক গান ‘বিউটিফুল স্কারস’ প্রকাশের সময় তিনি প্রথম ঘোষণা করেছিলেন, একটি নতুন অ্যালবাম প্রকাশ করবেন। অভিনয়ের পাশাপাশি গানকে ভালোবাসেন উইল। তাইতো গানের ভুবনে বারবার ফিরে আসেন।
প্রসঙ্গত, উইল স্মিথ এর সর্বশেষ অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রকাশ হয়েছিল ২০০৫ সালের মার্চ মাসে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রশ্ন ফাঁসের হোতা জসিমের বাড়িসহ ১২ বিঘা জমি জব্দের আদেশ
মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর মিরপুরের ছয়তলা বাড়িসহ ১২ দশমিক ৬০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায়। যার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৪৩ টাকা।
রবিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের পক্ষে কমিশনের উপ-পরিচালক কে এম আসাদুজ্জামান বাড়ি ও জমি জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, জসিম উদ্দিন ভূইয়া মুন্নু দাখিল করা সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৮১ হাজার ৩৩৩ টাকার সম্পদ প্রদর্শন না করে তা গোপন করেন। মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ২০ লাখ ২০ হাজার ৭০৯ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জন পূর্বক নিজ ভোগদখলে রেখে এবং অবৈধভাবে অর্জিত সম্পদের প্রকৃত উৎসের তথ্য গোপন করে এবং এসব সম্পদ অর্জন ও সম্পদের প্রকৃত তথ্য আড়াল করে সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে বৈধ করণের চেষ্টা করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরো পড়ুন:
মদন পৌরসভার সাবেক মেয়র হান্নান ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লন্ডনে পাচারসহ ১০৯ কোটি টাকা আত্মসাৎ
ছেলেসহ সালমান এফ রহমানের নামে দুদকের মামলা
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ সমূহ বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। যা মামলার সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। আসামিদের স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ সমূহ ক্রোক করা একান্ত আবশ্যক।
ঢাকা/মামুন/মাসুদ