সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার সীমান্ত এলাকা বলদঘাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ এজাজ (৩৬)। তাঁর বাবার নাম শেখ খলিল; তাঁদের বাড়ি ভারতে গুজরাটের আহমেদাবাদ জেলায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, একটি টহল দল গতকাল রাত ৯টার দিকে সীমান্ত এলাকায় টহলে ছিল। এ সময় এক ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার বাধঘাটা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর নাম–ঠিকানা জানিয়েছেন। এরপর মামলা দিয়ে তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।

শেখ এজাজ সাতক্ষীরা সদর থানায় সাংবাদিকদের জানান, তিনি ১৫ বছর আগে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাড়া এলাকায় বিয়ে করেন। পরে তাঁর স্ত্রীকে নিয়ে ভারতে চলে যান। চার বছর আগে স্ত্রীসহ বাংলাদেশে চলে আসেন এবং খুলনার দৌলতপুর এলাকায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি দৌলতপুর এলাকায় ইজিবাইক চালান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, এ ঘটনায় বিজিবি হাবিলদার সাহাবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

এআই ব্যবহার করে লোডশেডিং কমাতে চান আইইউবির শিক্ষার্থী হালিমা

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ