বগুড়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধীর মৃত্যু
Published: 16th, March 2025 GMT
বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতাব উদ্দিন (৫০) উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন আফতাব। হঠাৎ দোকানে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ময়নুল ইসলাম বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে এক মুদি দোকানির মৃত্যু ও দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’’
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/এনাম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনের সংকট বাড়াবে: সিপিবি
গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম ইউনিটপ্রতি ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি একদিকে জনজীবনের সংকট বাড়াবে, অপর দিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্পে বিশেষ করে ক্ষুদ্র শিল্পে নতুন সংকট তৈরি করবে, উৎপাদন খরচ বৃদ্ধি জনগণের ঘাড়েই চাপানো হবে। এ ছাড়া ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের খরচ বাড়াবে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের ‘পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রবণতা’–কে প্রশ্রয় দেওয়া হবে।
বিবৃতিতে সিপিবির দুই নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকার অতীতের সরকারের ধারাবাহিকতায় মুক্তবাজার অর্থনীতির ধারা অব্যাহত রেখে চলেছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। বিবৃতিতে গ্যাস, তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনজীবনের শান্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।