বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফতাব উদ্দিন (৫০) উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তি‌নি পেশায় মুদি দোকা‌নি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন আফতাব। হঠাৎ দোকানে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ময়নুল ইসলাম বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে এক মু‌দি দোকা‌নির মৃত্যু ও দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’’

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব

আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তি‌নি।

আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ এখন শক্ত অবস্থানে রয়েছে জা‌নি‌য়ে সিনিয়র সচিব বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম চলছে। শপিংমলগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র সচিব
কিশোর গ্যাংয়ের ছেলেরা দৌড়াচ্ছে, ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না

নাসিমুল গনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে কোনো শ্রম অসন্তোষের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তাছাড়া শ্রমিকদেরকে যাতে ঈদের আগে নির্ধারিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করা হয়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে ব‌লেও জানান তি‌নি।

২৬ মার্চ সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না, এ বিষয়ে সচিব বলেন, নিরাপত্তা ঝুঁকি তো দেখছি না আমি।

সিনিয়র সচিব বলেন, “স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হচ্ছে না, উপদেষ্টা বলেছেন যুদ্ধকালীন তৎপরতায় আছি। আমরা আনন্দ করার মেজাজে নেই।”

ঈদের ছুটিতে চুরি-ডাকাতি রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে-এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, “আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে। কাজ চলছে, ইনশাআল্লাহ আমরা কোনো থ্রেট (হুমকি) দেখছি না। ঝুঁকি রয়েছে, তবে আমরা কোনো হুমকি দেখছি না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলমসহ আইনশৃঙ্খলাবা‌হিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ