বগুড়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধীর মৃত্যু
Published: 16th, March 2025 GMT
বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতাব উদ্দিন (৫০) উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন আফতাব। হঠাৎ দোকানে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ময়নুল ইসলাম বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে এক মুদি দোকানির মৃত্যু ও দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’’
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/এনাম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডা. প্রাণ গোপালের মেয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করে রেখেছে একদল ছাত্র-জনতা। ডা. প্রাণ গোপাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন।
রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের একটি কক্ষে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তিনি ওই কক্ষে অবরুদ্ধ ছিলেন। জানা গেছে, ডা. অনিন্দিতা দতোতর নামে জুলাইয়ে গণহত্যার মামলাও রয়েছে।
শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, মামলার বাদীর তথ্যের ভিত্তিতে তাঁকে অবরুদ্ধ করা হয়েছে। এখন সেবাবাহিনী ও পুলিশ এসেছে। তারা বিষয়টি দেখবেন।