৭২ ঘণ্টার বিরতি না পেলে ম্যাচ বর্জনের হুমকি রিয়াল মাদ্রিদের
Published: 16th, March 2025 GMT
টানা ম্যাচ খেলার ধকল নিয়ে ফের সরব রিয়াল মাদ্রিদ। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কোচ কার্লো আনচেলত্তি। এমন সূচিকে ‘অযৌক্তিক ও অমানবিক’ আখ্যা দিয়ে সরাসরি হুমকি দিয়েছেন—ভবিষ্যতে এত কম সময়ের ব্যবধানে আর খেলবে না তার দল।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষ হতে না হতেই লা লিগায় মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও কোচের ক্ষোভ যেন চাপা থাকেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলেছি। এখন থেকে যদি অন্তত ৭২ ঘণ্টার বিরতি না থাকে, তাহলে আমরা আর মাঠে নামব না।’
তিনি আরও জানান, সময়সূচি পরিবর্তনের অনুরোধ লা লিগা কর্তৃপক্ষকে দুবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ‘আমরা বারবার বলেছি, কিন্তু কেউ শোনেনি। এবার আমরা আর চুপ থাকব না,’ বলেন আনচেলত্তি।
টানা ম্যাচ খেলার ধকল কেবল কোচের নয়, খেলোয়াড়দের বিরক্তির কারণও। সম্প্রতি বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইন খেলোয়াড়দের ‘টাকার মেশিন’ বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। একইভাবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও অন্যান্য তারকারাও ক্লান্তির কথা প্রকাশ করেছেন। অনেকে তো আগেভাগেই জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন বিশ্রামের খোঁজে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডা. প্রাণ গোপালের মেয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করে রেখেছে একদল ছাত্র-জনতা। ডা. প্রাণ গোপাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন।
রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের একটি কক্ষে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তিনি ওই কক্ষে অবরুদ্ধ ছিলেন। জানা গেছে, ডা. অনিন্দিতা দতোতর নামে জুলাইয়ে গণহত্যার মামলাও রয়েছে।
শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, মামলার বাদীর তথ্যের ভিত্তিতে তাঁকে অবরুদ্ধ করা হয়েছে। এখন সেবাবাহিনী ও পুলিশ এসেছে। তারা বিষয়টি দেখবেন।