৭২ ঘণ্টার বিরতি না পেলে ম্যাচ বর্জনের হুমকি রিয়াল মাদ্রিদের
Published: 16th, March 2025 GMT
টানা ম্যাচ খেলার ধকল নিয়ে ফের সরব রিয়াল মাদ্রিদ। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কোচ কার্লো আনচেলত্তি। এমন সূচিকে ‘অযৌক্তিক ও অমানবিক’ আখ্যা দিয়ে সরাসরি হুমকি দিয়েছেন—ভবিষ্যতে এত কম সময়ের ব্যবধানে আর খেলবে না তার দল।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষ হতে না হতেই লা লিগায় মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও কোচের ক্ষোভ যেন চাপা থাকেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলেছি। এখন থেকে যদি অন্তত ৭২ ঘণ্টার বিরতি না থাকে, তাহলে আমরা আর মাঠে নামব না।’
তিনি আরও জানান, সময়সূচি পরিবর্তনের অনুরোধ লা লিগা কর্তৃপক্ষকে দুবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ‘আমরা বারবার বলেছি, কিন্তু কেউ শোনেনি। এবার আমরা আর চুপ থাকব না,’ বলেন আনচেলত্তি।
টানা ম্যাচ খেলার ধকল কেবল কোচের নয়, খেলোয়াড়দের বিরক্তির কারণও। সম্প্রতি বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইন খেলোয়াড়দের ‘টাকার মেশিন’ বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। একইভাবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও অন্যান্য তারকারাও ক্লান্তির কথা প্রকাশ করেছেন। অনেকে তো আগেভাগেই জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন বিশ্রামের খোঁজে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন