প্রতারণার মাধ্যমে হজযাত্রীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলার প্রধান আসামি রাজীব মাহমুদকে পুলিশ ১৫ দিনেও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের দাবি, রাজীব বিদেশে পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে দুই শতাধিক ওমরা হজযাত্রীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 

১ মার্চ ‘প্রতারণা চক্রে’র মূলহোতা রাজীবসহ ১৬ জনের নামে ভুক্তভোগী যাত্রীদের পক্ষে মো.

আশরাফুল আলম বিমানবন্দর থানায় মামলা করেন। ভুক্তভোগীরা বলছেন, রাজীব দেশেই আছেন। রাজীবের পরিবারের বরাত দিয়ে মামলার বাদী আশরাফুল আলম বলেন, ‘বাটপার’ রাজীব দেশেই আত্মগোপন করে আছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে না পারায় হতাশায় দিন কাটছে ভুক্তভোগী হজযাত্রীদের।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের ভেতরে ‘বার্ডস আই হেলিকপ্টার অ্যান্ড হজ কাফেলা সার্ভিসেস’-এর মালিক রাজীব অফিস খুলে ওমরা হজযাত্রীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেন। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, দুই শতাধিক যাত্রীর কাছ থেকে এ অর্থ নেন তিনি। 

এ ব্যপারে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী রাজীব মাহমুদ বিদেশে পালিয়ে গেছেন। মামলা হওয়ার পর থেকে বিমানবন্দরের ওই অফিস তালাবদ্ধ রয়েছে। তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলার ১৬ আসামির মধ্যে রাজীবের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মামলা তদন্ত অব্যাহত আছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: হজয ত র তদন ত

এছাড়াও পড়ুন:

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে চায় সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের মাধ্যমে সরকার দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আজ রোববার এক ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হয়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, এ সফরের চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ করবে বলে তিনি আশা করছেন।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার এই সফরে আলোচনা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে। কিন্তু প্রধান উপদেষ্টা চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশের বিনিয়োগ করে এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল তৈরি করে।

শফিকুল আলম বলেন, চার দিনের এ সফরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। এ ছাড়া পিকিং ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

উৎপাদনে (ম্যানুফ্যাকচারিং) অন্তর্বর্তী সরকার বিপ্লব ঘটাতে চায় মন্তব্য করে শফিকুল আলম বলেন, ‘গত ৫ আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ব্যবসা করছে। আমরা চাই তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে।’

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে আগামীকাল সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, এ বৈঠকে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশনা দেবেন ও পুলিশ কর্মকর্তাদের কথা শুনবেন।

সম্পর্কিত নিবন্ধ