ব্রাইটনের বিপক্ষে ড্র, গোল হজমে গার্দিওলার নতুন রেকর্ড
Published: 16th, March 2025 GMT
আবারও হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল। ফলে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে ওঠার সুযোগ হারাল সিটিজেনরা। শনিবার রাতে এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৮। তারা এখন পাঁচ নম্বরে। চারে থাকা চেলসির চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল। অন্যদিকে, সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রাইটন। ম্যাচটি জিততে পারলে তালিকার আরও ওপরে উঠতে পারতো সিটি।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি গার্দিওলার জন্য আরও বিব্রতকর এক রেকর্ড নিয়ে এসেছে। চলতি মৌসুমে সিটি এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে, যা প্রিমিয়ার লিগে গার্দিওলার অধীনে এক মৌসুমে সর্বোচ্চ। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। এটি তার চলতি মৌসুমের ২১তম ও প্রিমিয়ার লিগে ১০০তম গোল—মাত্র ৯৪ ম্যাচেই মাইলফলক স্পর্শ করেছেন নরওয়েজিয়ান এই তারকা, যা নতুন রেকর্ড। এর আগে দ্রুততম শত গোলের রেকর্ড ছিল অ্যালান শিয়েরারের (১০০ ম্যাচ) দখলে।
২১ মিনিটে ব্রাইটনের হয়ে সমতা ফেরান এস্তুপিনান। ৩৯তম মিনিটে ওমার মারমোসের গোলে সিটি আবারও এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের ডিফেন্ডার খুশানভ আত্মঘাতী গোল করলে আবারও সমতা ফেরায় ব্রাইটন। শেষ পর্যন্ত সমতায়ই শেষ হয় ম্যাচ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের সঙ্গে জড়িত ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের হল খুলবে ২ মে, শিক্ষা কার্যক্রম শুরু হবে ৪ মে। তবে হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। রোববার বেলা ৩টা থেকে তারা সেখানে অবস্থান করছেন।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ জানান, সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৯ ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো নির্দেশ দেওয়া হয়।