পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ক্ষুধার্ত শকুনটি দুর্বল হয়ে একটি গাছ থেকে পড়ে ঝিমাচ্ছিল।

গতকাল শনিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজার থেকে স্থানীয় লোকজন শকুনটিকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা শকুনটি উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নিয়ে আসেন। সেখানে খাবার খাওয়ানোর পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো.

বুলবুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাংলাবান্ধা বাজারে একটি কাঠবাদাম ও একটি কাঁঠালগাছ পাশাপাশি আছে। সেখানে দুপুরে একটি গাছ থেকে আকস্মিকভাবে বড় আকারের একটি পাখি মাটিতে পড়তে দেখে ভিড় করে স্থানীয় লোকজন। এটি শকুন বলে বুঝতে পেরে আটকে রেখে তেঁতুলিয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন স্থানীয় বাসিন্দারা। বন বিভাগের কর্মকর্তারা এসে শকুনটিকে নিয়ে যান।

আজ রোববার সকালে বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার করার পর শকুনটি আমাদের তত্ত্বাবধানে আছে। শকুনটিকে দেখে হিমালিয়ান গৃধিনি প্রজাতির বলে মনে হচ্ছে। এটি প্রাপ্তবয়স্ক, ওজন ১৫ কেজির ওপর হতে পারে। খাবারের সন্ধানে ভারত থেকে শকুনটি বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষুধার্ত শকুনটি বেশ দুর্বল হয়ে পড়েছিল। উদ্ধারের পর শকুনটিকে খাবার খাওয়ানো হয়েছে। এখন এটি অনেকটা সুস্থ হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী শকুনটি পরে অবমুক্ত করা হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন ব ভ গ র কর মকর ত উপজ ল

এছাড়াও পড়ুন:

টানা ২৪ ম্যাচে হারেনি বার্সেলোনা, রেকর্ড কত ম্যাচের

২০২৫ সালটা কী অসাধারণ কাটছে বার্সেলোনার! এপ্রিলের মাঝামাঝি সময়ে এসেও হান্সি ফ্লিকের দল অপরাজিত। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা, লা লিগায় শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে থেকে। এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে বার্সা সমর্থকদের!


সর্বশেষ গতরাতে লেগানেসের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। আত্মঘাতী গোল করেছেন লেগানেসের ডিফেন্ডার হোর্হে সায়েন্স। ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুনপাকিস্তানের ড্রেসিংরুমে মারামারি, রাজনীতি এবং রক্ত দিয়ে লেখা প্রেমপত্র৩ ঘণ্টা আগে

এ নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। ক্লাব ইতিহাসে এর চেয়ে বেশি টানা ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আছে আর মাত্র তিনবার।
২০০৫-০৬ মৌসুমে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনেও টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল বার্সা, সেবারও পরিসংখ্যান ছিল এবারের মতোই, ২০ জয় এবং ৪ ড্র। ডাচ কোচের অধীনে সেই যাত্রা শুরু হয়েছিল ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ ড্র দিয়ে এবং লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জয়ের সেই মৌসুমে মায়োর্কার বিপক্ষে ২-০ গোলের জয় পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল।

লেগানেসের বিপক্ষে রাফিনিয়া

সম্পর্কিত নিবন্ধ