পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ক্ষুধার্ত শকুনটি দুর্বল হয়ে একটি গাছ থেকে পড়ে ঝিমাচ্ছিল।

গতকাল শনিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজার থেকে স্থানীয় লোকজন শকুনটিকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা শকুনটি উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নিয়ে আসেন। সেখানে খাবার খাওয়ানোর পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো.

বুলবুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাংলাবান্ধা বাজারে একটি কাঠবাদাম ও একটি কাঁঠালগাছ পাশাপাশি আছে। সেখানে দুপুরে একটি গাছ থেকে আকস্মিকভাবে বড় আকারের একটি পাখি মাটিতে পড়তে দেখে ভিড় করে স্থানীয় লোকজন। এটি শকুন বলে বুঝতে পেরে আটকে রেখে তেঁতুলিয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন স্থানীয় বাসিন্দারা। বন বিভাগের কর্মকর্তারা এসে শকুনটিকে নিয়ে যান।

আজ রোববার সকালে বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার করার পর শকুনটি আমাদের তত্ত্বাবধানে আছে। শকুনটিকে দেখে হিমালিয়ান গৃধিনি প্রজাতির বলে মনে হচ্ছে। এটি প্রাপ্তবয়স্ক, ওজন ১৫ কেজির ওপর হতে পারে। খাবারের সন্ধানে ভারত থেকে শকুনটি বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষুধার্ত শকুনটি বেশ দুর্বল হয়ে পড়েছিল। উদ্ধারের পর শকুনটিকে খাবার খাওয়ানো হয়েছে। এখন এটি অনেকটা সুস্থ হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী শকুনটি পরে অবমুক্ত করা হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন ব ভ গ র কর মকর ত উপজ ল

এছাড়াও পড়ুন:

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে চায় সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের মাধ্যমে সরকার দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আজ রোববার এক ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হয়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, এ সফরের চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ করবে বলে তিনি আশা করছেন।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার এই সফরে আলোচনা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে। কিন্তু প্রধান উপদেষ্টা চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশের বিনিয়োগ করে এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল তৈরি করে।

শফিকুল আলম বলেন, চার দিনের এ সফরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। এ ছাড়া পিকিং ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

উৎপাদনে (ম্যানুফ্যাকচারিং) অন্তর্বর্তী সরকার বিপ্লব ঘটাতে চায় মন্তব্য করে শফিকুল আলম বলেন, ‘গত ৫ আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ব্যবসা করছে। আমরা চাই তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে।’

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে আগামীকাল সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, এ বৈঠকে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশনা দেবেন ও পুলিশ কর্মকর্তাদের কথা শুনবেন।

সম্পর্কিত নিবন্ধ