নতুন প্রজন্মকে বক্সিংয়ে আগ্রহী করতে সুরকৃষ্ণ চাকমা’র নতুন উদ্যোগ
Published: 16th, March 2025 GMT
তরুণ ও যুব সমাজকে বক্সিংয়ে আগ্রহী করা এবং স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে ‘রাঙামাটি কমব্যাট ফিটনেস জিম’ নামে আধুনিক জিম চালু করলেন বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের স্টেডিয়াম এলাকায় ফিতা ও কেক কেটে জিমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান।
বরুণ বিকাশ দেওয়ান বলেন, ‘‘আমি অত্যন্ত আনন্দিত যে রাঙামাটির গর্ব সুরকৃষ্ণ এ ধরনের একটি কমব্যাট জিম শুরু করেছে। আমি বিশ্বাস করি, আগামীতে সুরকৃষ্ণের হাত ধরে আরো অনেক বক্সার বেরিয়ে আসবে।’’
সুরকৃষ্ণ চাকমা বলেন, ‘‘এটি মূলত একটি ফিটনেস রিলেটেড জিম। এর বিশেষত্ব হলো, বক্সিং ও মিক্স মার্শাল আর্টের সমন্বয়ে ফিটনেস ঠিক রাখা। এ রকম জিমের জনপ্রিয়তা উন্নত বিশ্বের প্রায় সকল দেশে রয়েছে। বাংলাদেশে আমরা শুরু করলাম।’’
‘‘আমাদের মূল লক্ষ্য হলো একটা সুস্থ ও সবল প্রজন্ম তৈরি করা এবং সম্ভাবনাময় উদীয়মান খেলোয়াড়দের সাপোর্ট দেওয়া।’’ যোগ করেন তিনি।
শংকর//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘নিষিদ্ধ’ নাসির কি ফিরছেন ক্রিকেটে
ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।
২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাসে। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়—এ জন্য আইসিসিতেও কথা বলেছে বিসিবি। সব ঠিক থাকলে ৭ এপ্রিল তাঁর নিষেধাজ্ঞা শেষ হবে।
আর তাহলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে নাসিরকে। ক্রিকেটে ফিরতে এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন এই অলরাউন্ডার। প্রিমিয়ার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে।
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে। ওই সময় বিকল্প হিসেবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।