তরুণ ও যুব সমাজকে বক্সিংয়ে আগ্রহী করা এবং স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে ‘রাঙামাটি কমব্যাট ফিটনেস জিম’ নামে আধুনিক জিম চালু করলেন বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা। 

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের স্টেডিয়াম এলাকায় ফিতা ও কেক কেটে জিমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান। 

বরুণ বিকাশ দেওয়ান বলেন, ‘‘আমি অত্যন্ত আনন্দিত যে রাঙামাটির গর্ব সুরকৃষ্ণ এ ধরনের একটি কমব্যাট জিম শুরু করেছে। আমি বিশ্বাস করি, আগামীতে সুরকৃষ্ণের হাত ধরে আরো অনেক বক্সার বেরিয়ে আসবে।’’

সুরকৃষ্ণ চাকমা বলেন, ‘‘এটি মূলত একটি ফিটনেস রিলেটেড জিম। এর বিশেষত্ব হলো, বক্সিং ও মিক্স মার্শাল আর্টের সমন্বয়ে ফিটনেস ঠিক রাখা। এ রকম জিমের জনপ্রিয়তা উন্নত বিশ্বের প্রায় সকল দেশে রয়েছে। বাংলাদেশে আমরা শুরু করলাম।’’

‘‘আমাদের মূল লক্ষ্য হলো একটা সুস্থ ও সবল প্রজন্ম তৈরি করা এবং সম্ভাবনাময় উদীয়মান খেলোয়াড়দের সাপোর্ট দেওয়া।’’ যোগ করেন তিনি। 

শংকর//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সৌদি ক্রিকেট লিগ কি আইপিএলকে টেক্কা দিতে পারবে?

ফুটবল, গলফ, ফর্মুলা ওয়ান এবং টেনিসের মতো ব্যয়বহুল এবং অভিজাত খেলাধুলায় বিশাল বিনয়োগ করেছে সৌদি আরব। এবার মরুর বুজের দেশটি চোখ দিয়েছে ক্রিকেটে। তারা বিশাল বিনিয়োগের পরিকল্পনা করছে একটি গ্লোবাল টি-টোয়েন্টি লিগের জন্য, যা একটি অস্ট্রেলিয়ান ক্রিকেটর প্রভাবশালী ব্যক্তিত্ব নিল ম্যাক্সওয়েলর মাঠা থেকে এসেছে।

দ্য এজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত লিগটি টেনিসের গ্র্যান্ড স্ল্যামগুলোর মতো হবে, যেখানে আটটি দল বছরে চারটি ভিন্ন স্থানে ম্যাচ খেলবে।

এসআরজি স্পোর্টস ইনভেস্টমেন্টস, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর স্পোর্টস শাখা, প্রস্তাবিত লিগটি সমর্থন করছে। যা সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিল ম্যাক্সওয়েলের একটি চিন্তা-ভাবনা। এই সাবেক ক্রিকেটার আবার রতমান অজি কাপ্তান প্যাট কামিন্সের ম্যানেজার।

আরো পড়ুন:

সৌদি আরবে ২১ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার

রিয়াদে মহান শহীদ দিবস পালিত

এসআরজি এই লিগটি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চলছে। এই লিগটি আবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে তৈরি হচ্ছে, যার একজন সাবেক বোর্ড সদস্য ম্যাক্সওয়েল।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, সৌদি সোভেরেন ওয়েলথ ফান্ড লিগে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার (৬০০০ কোটি টাকা) পর্যন্ত বিনিয়োগ করতে প্রস্তুত। এখন এটি দেখার বিষয় যে, নতুন এই লিগটি কীভাবে ভীষণ ব্যস্ত ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা করে। যেখানে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) দুই মাস ধরে একাধিক কার্যক্রমে জায়গা দখল করে রাখে।

আইপিএল ছাড়াও, বিগ ব্যাশ লিগ (অস্ট্রেলিয়া), দ্য হান্ড্রেড (ইংল্যান্ড) এবং এসএটি-টোয়েন্টি (দক্ষিণ আফ্রিকা) সহ অন্যান্য লিগ রয়েছে যা ক্যালেন্ডারের বেশ বড় অংশ দখল করে থাকে।

তবে, প্রস্তাবিত সৌদি সমর্থিত লিগ দাবি করেছে যে, এটি বিদ্যমান লিগগুলোর সঙ্গে প্রতিযোগিতার বদলে তাদের পরিপূরক হতে চায়। এটি বিশেষত ছোট দেশগুলোর জন্য একটি বিকল্প রাজস্ব উৎস তৈরি করার উদ্দেশ্য নিয়ে কাজ করছে। বর্তমান আর্থিক মডেলের মূলত ‘বিগ থ্রি’, ভারতের, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে বেশি সুবিধা দেয়।

তবে, লিগটির ভবিষ্যত নির্ভর করছে আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপর। যিনি বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন। এছাড়া বিসিসিয়াইকে তাদের ক্রিকেটারদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যাতে তারা বিদেশী টী-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে পারে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ