আইসিসির কোন বৈশ্বিক আসরে ব্যর্থতা মানেই পাকিস্তান ক্রিকেটে সাময়িকভাবে কিছু অপরিকল্পিত পরিবর্তন আসা। ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ঘোষণা আসে বদলে ফেলার। টি-টোয়েন্টির সেই তথাকথিত নবযুগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান।
প্রথমবারের মতো সালমান আলী খান আগাকে অধিনায়ক করে একটি নতুন দল নিয়ে নিউ জিল্যান্ডের হ্যাগলি ওভালে নামে পাকিস্তান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই নতুন মুখ নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। নতুন শুরুর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিশা হারিয়ে ফেলে সফর কারীরা। ১৮.
বিস্তারিত আসছে......
আরো পড়ুন:
আবাহনীর জয়ের দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
ব্যাটিংয়ে নাঈম-জাকির-শামীমদের করুণ দশা!
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘নিষিদ্ধ’ নাসির কি ফিরছেন ক্রিকেটে
ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।
২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাসে। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়—এ জন্য আইসিসিতেও কথা বলেছে বিসিবি। সব ঠিক থাকলে ৭ এপ্রিল তাঁর নিষেধাজ্ঞা শেষ হবে।
আর তাহলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে নাসিরকে। ক্রিকেটে ফিরতে এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন এই অলরাউন্ডার। প্রিমিয়ার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে।
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে। ওই সময় বিকল্প হিসেবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।