ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ এবং অটোরিকশাচালক মদনদিয়া গ্রামের শাজাহান শেখ।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘‘ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নয়ন শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত হন পেছনে বসা তার মা। অটোরিকশাচালক শাজাহান শেখকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’’

আরো পড়ুন:

মহাসড়কে উল্টে পড়া ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৬

গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ঢাকা/তামিম/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

‘নিষিদ্ধ’ নাসির কি ফিরছেন ক্রিকেটে

ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।
২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাসে। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়—এ জন্য আইসিসিতেও কথা বলেছে বিসিবি। সব ঠিক থাকলে ৭ এপ্রিল তাঁর নিষেধাজ্ঞা শেষ হবে।

আরও পড়ুনদুবার ওভারে ছয় ছক্কা মেরে নতুন রেকর্ড পেরেরার১ ঘণ্টা আগে

আর তাহলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে নাসিরকে। ক্রিকেটে ফিরতে এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন এই অলরাউন্ডার। প্রিমিয়ার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে।
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে। ওই সময় বিকল্প হিসেবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে আবাহনী লিমিটেড

সম্পর্কিত নিবন্ধ