অ্যান্ড্রয়েড ১৬–এ যুক্ত হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি অরাকাস্ট, যে সুবিধা পাওয়া যাবে
Published: 16th, March 2025 GMT
গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ বেটা ৩ আপডেটে যুক্ত হয়েছে ব্লুটুথ প্রযুক্তির নতুন সংযোজন অরাকাস্ট। এই সুবিধার মাধ্যমে স্মার্টফোন থেকে সরাসরি শ্রবণযন্ত্রে (হিয়ারিং এইড) অডিও সম্প্রচার করা যাবে, যা জনাকীর্ণ পরিবেশ কিংবা পাবলিক স্পেসে স্পষ্টভাবে শব্দ শোনার অভিজ্ঞতা দেবে।
অরাকাস্ট মূলত ব্লুটুথ এলই অডিও প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এটি শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে। গুগল জানিয়েছে, ফোনের সেটিংসে থাকা নির্দিষ্ট শ্রবণযন্ত্র প্রিসেট ব্যবহার করে অডিও সম্প্রচারের মান উন্নত করা যাবে। ফলে ব্যবহারকারী তাঁর শ্রবণক্ষমতার সঙ্গে মানানসই শব্দ গ্রহণ করতে পারবেন। অরাকাস্টের মাধ্যমে একটি উৎস থেকে একাধিক যন্ত্রে একই সঙ্গে অডিও সম্প্রচার করা সম্ভব হবে। এটি স্টেডিয়াম, মিউজিয়াম, সম্মেলনকেন্দ্র কিংবা গণপরিবহনে শ্রবণ–সহায়ক প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। গুগলের পিক্সেল ৯ ব্যবহারকারীরা খুব সহজ উপায়ে অরাকাস্ট সম্প্রচারে যুক্ত হতে পারবেন। তাঁদের জন্য কিউআর কোড স্ক্যান করেই সরাসরি সম্প্রচারে সংযুক্ত হওয়ার সুবিধা রাখা হয়েছে। এতে প্রচলিত ব্লুটুথ সংযোগের চেয়ে সহজ ও দ্রুততর অভিজ্ঞতা মিলবে।
অরাকাস্ট প্রযুক্তি ব্যবহারের জন্য ব্লুটুথ এলই অডিও–সমর্থিত শ্রবণযন্ত্র প্রয়োজন হবে। বর্তমানে জিএন হিয়ারিং ও স্টার্কির মতো কোম্পানির তৈরি ডিভাইস এই প্রযুক্তি সমর্থন করে। এ ছাড়া স্যামসাং গ্যালাক্সির ওয়ান ইউআই ৭ চালিত অ্যান্ড্রয়েড ১৫ ডিভাইস ও অ্যান্ড্রয়েড ১৬ বেটার গুগল পিক্সেল ৯ ফোনে এই প্রযুক্তি চালু করা যাবে। সমর্থিত টেলিভিশন স্ট্রিমিং ডিভাইস কিংবা জনসমাগমপূর্ণ স্থানের সম্প্রচারেও অরাকাস্টের সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর গত বছর ব্লুটুথ এসআইজি (ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ)–এর বাজার উন্নয়ন বিভাগের সিনিয়র পরিচালক চাক সাবিন ও সিনিয়র ব্যবস্থাপক হেনরি ওংয়ের সঙ্গে একটি সাক্ষাৎকার নেয়। তাঁরা জানান, ২০২৫ সালের শুরুতেই বিশ্বজুড়ে অরাকাস্টের ব্যাপক ব্যবহার শুরু হতে পারে। তাঁদের মতে, অরাকাস্ট ব্যবহারের জন্য অন্তত ব্লুটুথ ৫ দশমিক ২ প্রযুক্তি প্রয়োজন। এ প্রযুক্তি দ্রুত সংযোগের পাশাপাশি অনেক ডিভাইসে অডিও শেয়ার করার সুযোগ দেবে।
সূত্র: বিজিআর ডটকম
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলা ১৪৩২ বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এছাড়াও বিভিন্ন দল-মত ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বর্ষবরণ সফল করতে বিভাগীয় নগরী ময়মনসিংহে সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এদিকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে আরেকটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দুটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কামরুল হাসান মিলন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, মাহবুবুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বেলুন উড়িয়ে শুভ নববর্ষের ঘোষণা করেন। শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভিড় জমান। পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে পদযাত্রা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে উপস্থিত ক্লাব সদস্যদেরকে বিনামূল্যে পুরস্কার প্রদান করা হয়। বিকেলে সার্কিট হাউজ মাঠে বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।