নতুন শুরুর আশায় দলে বড় পরিবর্তন এনেছিল পাকিস্তান। বাদ পড়েছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা। কিন্তু পরিবর্তিত স্কোয়াড নিয়ে শুরুটা মোটেও শুভ হলো না। হ্যাগলি ওভালে রোববার অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

অভিজ্ঞতা-ঘাটতির পাকিস্তান দল শুরুতেই ভেঙে পড়ে। মাত্র ১১ রানেই টপঅর্ডার গুঁড়িয়ে যায়। খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে পাকিস্তানের এটি সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড—আগের সর্বনিম্ন ছিল ১০১ রান।

নিউজিল্যান্ডের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এই ধস নেমেছে। জ্যাকব ডাফি মাত্র ৩.

৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। কাইল জেমিসন ৪ ওভারে ৮ রানে তুলে নেন ৩ উইকেট, তিনিই হন ম্যাচসেরা। ব্যাট হাতে লক্ষ্য তাড়ায় ঝড় তুলে দেয় কিউই ওপেনাররা। টিম শেইফার্ট (৪৪) ও ফিন অ্যালেন (২৯*) মিলে গড়েন ৫৩ রানের জুটি। টিম রবিনসন যোগ করেন ১৮ রান। মাত্র ১০.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ