খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিনুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে ওই ঘটনা ঘটে।

নিহত শাহিনুল হকের বাড়ি দৌলতপুরের কাত্তিককুল এলাকায়। তিনি ওই এলাকার আবদুর রশিদের ছেলে। শাহিনুল নগরের দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি ছিলেন। তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা শাহিনুলের মাথায় গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে গতকাল রাতেই অভিযান শুরু করেছে পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলালিংকের নতুন সিইও ইওহান বুসে

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্বদানকারী ইওহান বুসে। সোমবার এই নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলালিংকের মূল কোম্পানি ভিওন। ৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যজুড়ে টেলিকম খাতে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে ইওহানের। এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের উচ্চপদস্থ দায়িত্বে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, গত ৯ বছর ধরে বাংলালিংকের অনবদ্য এই টিমকে নেতৃত্ব দেওয়া এবং একইসঙ্গে ভিওনের উদ্ভাবনী মূল্যবোধ ‘ফোরজি ফর অল’ এর প্রতি গুরুত্বারোপ করে লাখো বাংলাদেশির জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। 
 

সম্পর্কিত নিবন্ধ