আমাদের এ অঞ্চলে ইফতার মানেই খেজুর, মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি...। মোটামুটি মানের একটা ‘ইফতারি প্যাকেজ’ সাজাতে গেলেও ৫০ থেকে ৬০ টাকা লেগেই যায়। সেখানে ১০ টাকায় ইফতারি, তা শুনতে একটু অবাকই লাগে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মিরাজ কিন্তু এই অবাক করা কাজটাই করছেন। মাত্র ১০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছেন পূর্ণাঙ্গ ইফতারির প্যাকেট।

কিন্তু কেন এই উদ্যোগ? পেছনের ভাবনাটাই–বা কী ছিল? মিরাজ বলেন, ‘১০ টাকায় ইফতারি বিক্রির উদ্যোগটা আমার মাথায় আসে ক্যাম্পাসের নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীদের কথা ভেবে। তাদের পক্ষে প্রতিদিন বাইরে থেকে ৫০ থেকে ৬০ টাকার ইফতারি কিনে খাওয়া কঠিন। আমি নিজেও ভুক্তভোগী। বাইরের দোকানগুলোয় ১০ থেকে ২০ টাকার ইফতারি কিনতে অনেক সময় সংকোচ হয়। আবার বিনা মূল্যে দিলেও কেউ সংকোচ বোধ করতে পারে। তাই আমি ফ্রিতে না দিয়ে ১০ টাকা করে রাখি। অর্থাৎ ৫০ থেকে ৬০ টাকার ইফতারির প্যাকেটই ১০ টাকায় বিক্রি করি।’

কাজী মিরাজের বাড়ি গাইবান্ধা। ছোটবেলা থেকেই সেবামূলক কাজে তাঁর ঝোঁক। মানুষের উপকার করতে পারলে তৃপ্তি পান। তাই নিজের সাধ্যমতো কিছু করার চেষ্টা করেছেন সব সময়। সেই চেষ্টা বিশ্ববিদ্যালয়ে এসেও থামেনি। গত পবিত্র রমজান মাসে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করেন মিরাজ। তবে প্রথম দিকে একরকম দ্বিধায় ছিলেন, আদৌ এটি কাজে আসবে কি না। কিন্তু প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া দেখে কাজে আরও বেশি আগ্রহ পান মিরাজ।

শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া দেখে কাজে আরও বেশি আগ্রহ পান মিরাজ।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট ক র ইফত র ১০ ট ক

এছাড়াও পড়ুন:

পুলিশ পরিদর্শক মামুন হত্যায় দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভসহ আটজনের যাবজ্জীবন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন রবিউল ইসলাম ওরফে আরাভ খান, রবিউলের স্ত্রী সুরাইয়া, রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১) ও সারোয়ার হোসেন (২৩)।

রবিউল ইসলাম ওরফে আরাভ খান

সম্পর্কিত নিবন্ধ