আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। আজ সকাল সাড়ে নয়টার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুমান ১৩৪। এ মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর গণ্য করা হয়। আজ ঢাকার চেয়েও বেশি দূষণ রাজশাহী ও রংপুরে।

বায়ুদূষণের এ চিত্র তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

২০১৬ সালে রাজশাহীর নাম উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমে। সে বছর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের যে কয়টি শহর মানবদেহের জন্য বাতাসে ভেসে থাকা ক্ষতিকর বস্তুকণা কমিয়েছিল, সেগুলোর মধ্যে রাজশাহী ছিল প্রথম। ২০১৪ থেকে ২০১৬-এর মধ্যে রাজশাহীতে এ ধরনের বস্তুকণার পরিমাণ ৬৭ শতাংশের বেশি কমেছিল। বিশ্বে এমন সফল নগরীর মধ্যে দ্বিতীয় ছিল ইরানের শহর আহভাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপাত্ত তুলে ধরে ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইটভাটার ওপর কড়াকড়ি, ব্যাপক সবুজায়ন, ব্যাটারিচালিত যানের প্রসার—এসবই নগরীর বায়ু নির্মল হওয়ার কারণ।

কিন্তু রাজশাহীর সেই সুদিন আর নেই। এখন শুকনা মৌসুমে প্রায় প্রতিদিনই বায়ুর মান খারাপ থাকে। আজ সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর বায়ুর মান ১৬২। আট বিভাগীয় শহরের মধ্যে আজ রাজশাহীর বায়ুর মান সবচেয়ে বেশি খারাপ। রাজশাহীর পরেই আছে রংপুর, বায়ুর মান ১৫৭। দুই শহরের বায়ুই আজ অস্বাস্থ্যকর।

এরই মধ্যে ১১ মার্চ আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন ২০২৪’ তুলে ধরা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণে ২০২৪ সালে দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। আর নগর হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ দূষিত নগর ছিল ঢাকা। ২০২৩ সালে বায়ুদূষণে বাংলাদেশ শীর্ষে ছিল। নগর হিসেবে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। গত বছর বায়ুদূষণে শীর্ষ দেশ ছিল আফ্রিকার চাদ। আর নগর হিসেবে শীর্ষে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি।

সার্বিকভাবে বায়ুদূষণে আগের বছরের তুলনায় গত বছর বাংলাদেশের অবস্থানের সামান্য পরিবর্তন হয়েছে। তবে এ পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন না পরিবেশবাদী ও গবেষকেরা। তাঁরা বলছেন, দূষণ আরও বিস্তৃত হচ্ছে, এবারের প্রতিবেদন সেই বাস্তবতাকে তুলে ধরেছে। কারণ, আগে দেখা গেছে, রাজধানীর তুলনায় দেশের অন্যান্য অঞ্চলের সার্বিক গড় বায়ুমান কিছুটা ভালো থাকত। কিন্তু এবারের প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ ও দেশের সবচেয়ে দূষিত নগরী ঢাকার বায়ুর মান প্রায় একই। উভয়ের মান ৭৮।

গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পাননি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল।

রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা ও বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক ও নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে, কিন্তু দূষণ কমছে না।

দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.

৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১০ গুণ বেশি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন শহর র

এছাড়াও পড়ুন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গতকাল শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হয় প্রবেশপত্র ডাউনলোড। আগামী ১০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থী ৬৪ জন। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০টি আসনের বিপরীতে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৬৬ হাজার ৪০২টি। সব কটি ভর্তি পরীক্ষা কুমিল্লাতেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে নতুন বিজ্ঞপ্তি, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, যাদের সুযোগ২ ঘণ্টা আগে

মোট আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৫৮টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি শিক্ষার্থী লড়বে ৯৩ জন। ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি। এখানে আসনপ্রতি লড়বে ৫৪ জন। সর্বশেষ ‘সি’ ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২টি। ফলে এখানে আসনপ্রতি লড়বে ৪১ শিক্ষার্থী।

নম্বর বন্টন কীভাবে—

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) ১৫০ নম্বরের পরিবর্তে ১২০ নম্বরের উপর ভিত্তি করে মেধা স্কোর নির্ণয় করা হবে (এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে গুন করা হবে এবং এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বরে হবে)

আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫পরীক্ষা কবে—

প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

আরও পড়ুনশেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএতে বৃত্তি : নগদ অর্থ নয়, মিলবে অর্থছাড়৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ইবির ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১১ মে
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড শুরু
  • লিন্ডের ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • প্রাইম ব্যাংকের ১৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • দালালের জালে তরুণরা, স্বপ্ন দেখিয়ে সর্বনাশ
  • নোবিপ্রবিতে ২ ছাত্রদল নেতার জন্য মাস্টার্স চালু
  • মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে ১.৩২ কোটি 
  • ২৩ কোটি রুপির চাপ টের পাচ্ছেন কলকাতা অলরাউন্ডার
  • ঢাকার বাতাস আজ ছুটির দিনেও অস্বাস্থ্যকর