বাংলাদেশ বিমানবাহিনী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। বিআরটিএ কর্তৃক বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম তিন বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়স: আবেদনপত্র জমাদানের শেষ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন: সাকল্যে মাসিক বেতন ২২,৫০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম নিজে হাতে পূরণ করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্যতোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি; সব পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশিট এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি; অভিজ্ঞতা সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত অনুলিপি; নাগরিকত্বের সপক্ষে জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি এবং রেজিস্টার্ড ডাকযোগে প্রবেশপত্র পাঠানোর জন্য ১০ টাকার ডাকটিকিট–সংবলিত প্রার্থীর ঠিকানা ও মোবাইল নম্বরসহ ৪ ইঞ্চি বাই ৮ ইঞ্চি সাইজের খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। খামের ওপর প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে আবারও বড় নিয়োগ, ২০ ক্যাটাগরিতে পদ ৪৭২১৫ মার্চ ২০২৫আবেদন ফি

আবেদনপত্রের সঙ্গে ‘বিমানবাহিনী কেন্দ্রীয় বেসরকারি তহবিল’ এর অনুকূলে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট /পে-অর্ডার অবশ্যই রাজধানী ঢাকার মহাখালী/ফার্মগেট/কারওয়ান বাজার/ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অগ্রণী/সোনালী/জনতা ব্যাংকে পরিশোধ যোগ্য হতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধিনায়ক, বিমানবাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল, ২০২৫।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভার্ন্যান্স স্টাডিজে মাস্টার্স, প্রয়োজন সিজিপিএ ২.৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভার্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৭তম ব্যাচ ১ম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটির মেয়াদ ১৮ মাস।

ভর্তির যোগ্যতা

১. প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে।

২. স্নাতকসহ সব ধরনের পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

৩. সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করা প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

আবেদনপত্রের বিস্তারিত

১. ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ২৪ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে (শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।

যেসব কাগজ জমা দিতে হবে

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে উল্লেখ করা কাগজপত্র জমা দিতে হবে—

১. তিন কপি পাসপোর্ট সাইজের ছবি

২. সব পরীক্ষার সনদ

৩. নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ, জিপিএ ৬ হলেই আবেদনের সুযোগ৭ ঘণ্টা আগে

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা    

কক্ষ নম্বর ৪১০, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন (৪র্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।

ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, সময়: বেলা ৩টা ৩০ মিনিট।

৩. ক্লাসের সময়: প্রতি শুক্র ও শনিবার।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৪ কোর্সে মাস্টার্স, ডিগ্রি পাসেও আবেদন৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ২০
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভার্ন্যান্স স্টাডিজে মাস্টার্স, প্রয়োজন সিজিপিএ ২.৫০
  • নদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ
  • বাংলাদেশ বিমানবাহিনীতে ১৭ পদে চাকরি, আবেদন করুন
  • নদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে নিয়োগের সুযোগ
  • সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, গাড়িসহ বেতন ১ লাখ ৭৫ হাজার, আবেদন করুন দ্রুত
  • আনসার ব্যাটালিয়নে চাকরি, আবেদন শেষ কাল
  • সামষ্টিক সম্পদ ব্যক্তির ভোগে