চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার
Published: 16th, March 2025 GMT
চট্টগ্রামের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদ (২৫) ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাতে ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ঢাকায় অবস্থান নিশ্চিত হয়ে সিএমপির একটি টিম ঢাকার তেজগাঁও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বসুন্ধরা শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাতেই তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ ।
সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার ওসিকে ‘পেটানোর হুমকি’ দেয় ছোট সাজ্জাদ। অন্যদিকে ছোট সাজ্জাদের অবস্থান সংক্রান্ত তথ্য পুলিশকে দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার।
ঢাকা/রেজাউল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিক্ষোভ থেকে আইনজীবীদের ধর্ষকের পক্ষে না দাঁড়ানোর আহ্বান
দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন এবং বিচার বিভাগের অব্যবস্থাপনার বিরুদ্ধে ফরিদপুরের সাধারণ ছাত্র-জনতা আজ রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেছে।
ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মজিদ সড়ক অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয় হয়ে ফরিদপুর কোট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানান।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ‘‘দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। অপরাধীরা শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে। বিচার বিভাগের অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা। আমরা চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন জরুরি পদক্ষেপ নেয়।’’
তারা আরো বলেন, ‘‘ধর্ষণ ও নারী নিপীড়নের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে আরো দ্রুত ও স্বচ্ছভাবে কাজ করতে হবে, যাতে অপরাধীরা দ্রুত শাস্তি পায়।’’
মিছিলে শিক্ষার্থীরা বলেন, ‘‘আমরা ফরিদপুর কোর্ট চত্বরে এসেছি, আমাদের সম্মানিত আইনজীবীদের হুঁশিয়ার করে দিতে, যেন তারা ধর্ষকের পক্ষে না দাঁড়ায়। তাদেরও তো বোন রয়েছে, মা রয়েছে। ধর্ষক অন্য কারো মা-বোনের ক্ষতি করবে না, এটা কে বলেছে? তাই আমরা চাই, ধর্ষকের পাশে কেউ যেন দাঁড়ায় না।’’
বিক্ষোভ মিছিলে ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেয়।
ঢাকা/তামিম/বকুল