নতুন জম্বি সিরিজে মজেছেন তরুণেরা, কী আছে ‘নিওটোপিয়া’য়
Published: 16th, March 2025 GMT
গত কয়েক বছরে জম্বি সিনেমা ও সিরিজে মুনশিয়ানা দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। হালের এই জম্বি বিপ্লবের শুরুটা যে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ট্রেন টু বুসান’ দিয়ে, সেটা বলে না দিলেও চলে। এর পর থেকে দেশটিতে নানা ধরনের জম্বি হাজির হয়েছে পর্দায়; সিনেমা দুনিয়ায় তো ‘কে-জম্বি’ নামে আলাদা ঘরানাই তৈরি হয়ে গেছে। এখন আলোচনা চলছে নতুন জম্বি সিরিজ ‘নিওটোপিয়া’ দিয়ে। গত ৭ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে প্রিমিয়ার হয় সিরিজটির। এর পর থেকেই সারা দুনিয়ার তরুণ দর্শকেরা মজেছেন এই জম্বি সিরিজে।
তবে জম্বি সিরিজ হলেও নিওটোপিয়ায় আছে বেশ কিছু নতুন ব্যাপার-স্যাপার। সিরিজটি তৈরি হয়েছে হান সাং-উনের উপন্যাস ‘ইনফ্লুয়েঞ্জা’ অবলম্বনে। ‘নিওটোপিয়া’ মূলত রোমান্টিক ফ্যান্টাসি সিরিজ, হরর ও কমেডির মিশ্রণ এটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। সমালোচকেরা বলছেন, বেশ কিছু দুর্বলতা থাকলেও সিরিজটি এতটা জনপ্রিয়তা পেয়েছে জম্বি নিয়ে রোমান্টিক-কমেডির মতো তরতাজা আইডিয়ার কারণেই। অনেক সমালোচক এটিকে ‘রম-কম’ না বলে ‘জম-কম’ও বলছেন।
‘নিউটোপিয়া’র দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল
প্রথমে পিছিয়ে পড়লেও শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে উঠে গেছে দলটি। তবে বার্সা এখনো দুটি ম্যাচ কম খেলেছে। তাই আগামী রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ম্যাচে আবারও পয়েন্ট ব্যবধান কমে আসতে পারে। ফলে শিরোপা দৌড় আরও জমে উঠবে।
মাত্র ৭২ ঘণ্টা আগে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো বিপক্ষে টাইব্রেকারে জেতা রিয়াল এই ম্যাচের সময়সূচি নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়েছিল। ক্লান্তি থাকা সত্ত্বেও কার্লো আনচেলত্তির দল দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বিশেষ করে এমবাপ্পে ছিলেন দুর্দান্ত ফর্মে। ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় ভিয়ারিয়াল। কর্নার থেকে বল রিবাউন্ড হয়ে হুয়ান ফয়েথের কাছে গেলে তিনি কাছ থেকে জালে বল পাঠিয়ে দেন। তবে বেশি সময় লাগেনি সমতা ফেরাতে—১৭ মিনিটে এমবাপ্পে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান। ব্রাহিম দিয়াজের শট থেকে ফিরতি বলে গোলটি করেন ফরাসি তারকা। এরপর লুকাস ভাসকেজের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এটি ছিল লা লিগায় তার ২০তম গোল, যা তাকে শীর্ষ গোলদাতা রবার্ট লেভান্ডভস্কির (২১ গোল) খুব কাছে নিয়ে এসেছে।
এই জয়ে আপাতত রিয়াল শীর্ষে থাকলেও শিরোপা লড়াই এখনও পুরোদমে বেঁচে রয়েছে। বার্সার হাতে থাকা দুটি ম্যাচ নির্ধারণ করবে লিগের চূড়ান্ত চিত্র।