কাউয়াদীঘি হাওরে ‘শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে’
Published: 16th, March 2025 GMT
তখন অনেক দূরে দিগন্ত পেরিয়ে কোনো এক গ্রামের ওপারে ঢলে পড়ছে সূর্য। দিনটা শেষ হতে চলেছে। পলাশ ফুলের রঙে তখন থালার মতো ঝুলে আছে সূর্যটা। খুব বেশি সময় নেই। চলে যেতে হবে অন্য কোথাও, অন্য কোনো দেশে। ওখানে অন্ধকার ঘোচানোর দায় ওই একই সূর্যের। বিদায়মুহূর্তের সেই রঙিন আলো ছড়িয়ে পড়েছে প্রান্তরের বুকে।
দেখতে দেখতে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরের পশ্চিম আকাশে সূর্য আরও লাল হয়ে উঠেছে। ‘ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল’ বাড়ি ফিরছে। রাখালের দল মেঠো পথে ধুলা উড়িয়ে হাওর থেকে গরু নিয়ে ছুটছে নিজেদের গ্রামের দিকে। কেউ ফিরছেন গবাদিপশুর জন্য ঘাস নিয়ে। সাদা বকের ঝাঁক রাত কাটাতে হাওরপারের কোনো বাড়ির আশ্রয়ের দিকে উড়ে চলছে। আর নির্জনতায় ডুবে আছে সবুজ ধানের দেশ, হাওরের দিলখোলা সবুজ হৃদয়।
সন্ধ্যায় হাওরপারের একটি বাড়ির গাছে পাখিদের আশ্রয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল
প্রথমে পিছিয়ে পড়লেও শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে উঠে গেছে দলটি। তবে বার্সা এখনো দুটি ম্যাচ কম খেলেছে। তাই আগামী রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ম্যাচে আবারও পয়েন্ট ব্যবধান কমে আসতে পারে। ফলে শিরোপা দৌড় আরও জমে উঠবে।
মাত্র ৭২ ঘণ্টা আগে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো বিপক্ষে টাইব্রেকারে জেতা রিয়াল এই ম্যাচের সময়সূচি নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়েছিল। ক্লান্তি থাকা সত্ত্বেও কার্লো আনচেলত্তির দল দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বিশেষ করে এমবাপ্পে ছিলেন দুর্দান্ত ফর্মে। ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় ভিয়ারিয়াল। কর্নার থেকে বল রিবাউন্ড হয়ে হুয়ান ফয়েথের কাছে গেলে তিনি কাছ থেকে জালে বল পাঠিয়ে দেন। তবে বেশি সময় লাগেনি সমতা ফেরাতে—১৭ মিনিটে এমবাপ্পে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান। ব্রাহিম দিয়াজের শট থেকে ফিরতি বলে গোলটি করেন ফরাসি তারকা। এরপর লুকাস ভাসকেজের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এটি ছিল লা লিগায় তার ২০তম গোল, যা তাকে শীর্ষ গোলদাতা রবার্ট লেভান্ডভস্কির (২১ গোল) খুব কাছে নিয়ে এসেছে।
এই জয়ে আপাতত রিয়াল শীর্ষে থাকলেও শিরোপা লড়াই এখনও পুরোদমে বেঁচে রয়েছে। বার্সার হাতে থাকা দুটি ম্যাচ নির্ধারণ করবে লিগের চূড়ান্ত চিত্র।