কক্সবাজারে সমন্বয়কের পিতাকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবি এনসিপির
Published: 16th, March 2025 GMT
কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই অভ্যুত্থানের এক সমন্বয়কের পিতাকে উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক সাইদুল হুদার পিতা হাবিবুল হুদাকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় সাইদুল হুদার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এর আগে বিভিন্ন মামলায় কারাবন্দী ছিল। এদিকে এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কেউই আইনের আওতায় আসেনি, যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছে। জাতীয় নাগরিক পার্টি এই হত্যা ও হামলার সঙ্গে জড়িত প্রত্যককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানায়।
আরও পড়ুনকক্সবাজারে গুলি করে এক ব্যক্তিকে হত্যা১১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাত বছরের শিশুকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
নীলফামারীতে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আবু বকর সিদ্দিক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ১১ মার্চ দুপুরে সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে প্রতিবেশী আবু বকর সিদ্দিক পেঁপে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নেন। বাড়িতে গেলে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। প্রথমে ঘটনা জানাজানি না হলেও শুক্রবার ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন সে বিষয়টি পরিবারকে জানায়। পরে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা অভিযুক্ত আবু বক্করকে জিজ্ঞাসাবাদ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। শনিবার দুপুরে আবু বক্করকে আদালতে পাঠায় পুলিশ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ জানান, অভিযুক্তি আবু বক্কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে, দুপুরে ভুক্তভোগী শিশুকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে জবানবন্দি রেকর্ডের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।